শুক্রবার, ২৮ মে, ২০২১ ০০:০০ টা
ইউরোপা লিগ

চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

২৩ গোলের এক রোমাঞ্চকর ম্যাচ!

ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার মতো পরিচিত ক্লাব নয় ভিয়ারিয়াল। ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগ খেলেছে বহুবার। কিন্তু শিরোপার স্বাদ পায়নি। অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙে প্রথমবারের মতো ইউরোপের কোনো বড় টুর্নামেন্টের শিরোপা জিতেছে ভিয়ারিয়াল। নিজেদের ৯৮ বছরের ইতিহাসে ভিয়ারিয়াল প্রথমবার শিরোপা জিতেছে রোমাঞ্চ ছড়ানো ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে টাইব্রেকারে ১১-১০ গোলে হারিয়ে। নির্ধারিত ১২০ মিনিট ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। স্প্যানিশ ক্লাবটির কোচ উনাই এমেরিও দলের সঙ্গে নতুন একটি রেকর্ডও গড়েছেন। এমেরিও প্রথম কোচ হিসেবে ইউরোপা লিগে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। এর আগে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে সেভিয়ার কোচ হিসেবে হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন। ভিয়ারিয়ালের ইতিহাস গড়ায় শিরোপার অপেক্ষা বেড়েছে ম্যানইউর। ওলে সুলশারের দলটি সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৭ সালে। সেবার ইউরোপা কাপ জিতেছিল ইংলিশ ক্লাবটি। ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স

লিগে খেলবে। নির্ধারিত সময়ে দুই দলের পক্ষে গোল দুটি করেন ভিয়ারিয়ালের জেরার্ড মরেনো ও ম্যানইউ’র এডিনসর কাভানি। টাইব্রেকারের প্রথম ৫ ও সাডেন্টডেট শুটে  দুই দলই

গোল করে। ১০ গোলে সমান থাকায় ১১ নম্বর শটে গোল করেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরেনিমো রুলি। এরপর তিনিই নায়ক হন ম্যান ইউর গোলরক্ষক ডেভিড দ্য ভিয়ার শট ঠেকিয়ে। আগামীকাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও চেলসি। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর