সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

আত্মঘাতী গোলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

আত্মঘাতী গোলের রেকর্ড

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ খেলেছেন শনিবার। নিজে গোল করেছেন। সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন। কিন্তু দলের জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি রোনালদো। তারই দুই সতীর্থের আত্মঘাতী গোলে জার্মানির কাছে ৪-২ ব্যবধানে হেরেছে পর্তুগাল।

জার্মানি-পর্তুগাল ম্যাচে জয়-পরাজয়ের বাইরেও বেশ কিছু ঘটনা প্রথমবারের মতো হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পর্তুগালই প্রথম চার গোল হজম করল। তাছাড়া আত্মঘাতী গোলেরও রেকর্ড গড়েছে পর্তুগিজরা। প্রথম দল হিসেবে একই ম্যাচে দুটি আত্মঘাতী গোল করল তারা। পাশাপাশি ইউরো কাপের একই আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের রেকর্ডও হয়ে গেল (৫টি)। ২০১৬ সালের রেকর্ড ভেঙে দিল এবারের ইউরো কাপ (৩টি)।

ইউরো কাপে আত্মঘাতী গোলের সূচনা করেন চেকোস্লোভাকিয়ার অ্যান্টন ওনদ্রুস। ১৯৭৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি।  এরপর ১৯৯৬ সালে ১টি, ২০০০ সালে ১টি, ২০০৪ সালে ২টি, ২০১২ সালে ১টি এবং ২০১৬ সালে ৩টি আত্মঘাতী গোল দেখেন ফুটবল দর্শকরা। মোট ১৪টি গোলের মধ্যে পর্তুগিজদেরই আছে ৩টি!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর