বুধবার, ২৩ জুন, ২০২১ ০০:০০ টা

সায়েম সোবহান ফের শেখ রাসেলের চেয়ারম্যান

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিজয়ী পরিচালকগণ সর্বসম্মতিতে পুনরায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান। ভাইস চেয়ারম্যান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন

ক্রীড়া প্রতিবেদক

সায়েম সোবহান ফের শেখ রাসেলের চেয়ারম্যান

পুনরায় নির্বাচিত শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ফের শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে বিজয়ী পরিচালকগণ এক বৈঠকে সর্বসম্মতিতে পুনরায় তাকে নির্বাচিত করেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান।

ভাইস চেয়ারম্যান হয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এ ছাড়া ইসমত জামিল আকন্দ ডিরেক্টর ইনচার্জ, মো. ফখরুদ্দিন ডিরেক্টর ফাইন্যান্স এবং সালেহ জামান সেলিম ডিরেক্টর স্পোর্টসের দায়িত্ব পেয়েছেন। ১৫ সদস্যের ফুটবল স্ট্যান্ডিং কমিটি ও ১১ সদস্যের টেবিল টেনিস স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে।

এর আগেও শেখ রাসেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সায়েম সোবহান আনভীর। এবার নতুন করে দায়িত্ব নিয়ে সামনের ফুটবল মৌসুমে শেখ রাসেলকে চ্যাম্পিয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফুটবলের পাশাপাশি অন্য ক্রীড়া ইভেন্টেও শেখ রাসেলের শক্তিশালী দল গঠন করার ঘোষণা দেন ক্লাবটির চেয়ারম্যান।

শেখ রাসেল ক্রীড়া চক্রের নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন বাফুফের সহসভাপতি ইমরুল হাসান। ক্লাবটির পরিচালনা পর্ষদের নতুন কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইমরুল হাসান বলেন, ‘দক্ষ ক্রীড়া সংগঠকদের নিয়ে শক্তিশালী কমিটি গঠন করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। আমার বিশ্বাস, এ কমিটি ক্লাবকে আরও গতিশীল করতে বড় ভূমিকা রাখবে।’

শেখ রাসেলের পরিচালনা পর্ষদের বৈঠকে নতুন নতুন ক্রীড়া ইভেন্ট সংযুক্তকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন, লন টেনিস এবং আর্চারির মতো ইভেন্টে শক্তিশালী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে তারা। হকি, ভলিবল ও কাবাডি নিয়েও পরিকল্পনা আছে ক্লাবটির। এ ছাড়া শিশুদের জন্য নিয়মিত চিত্র প্রদর্শনীরও আয়োজন করতে চায় শেখ রাসেল। ক্রীড়াঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য পূরণের অংশীদার হতে চায় জনপ্রিয় এ ক্লাব।

সর্বশেষ খবর