শুক্রবার, ২৫ জুন, ২০২১ ০০:০০ টা

ক্যাপ্টেন কাসেমিরোতে উদ্ধার ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

ক্যাপ্টেন কাসেমিরোতে উদ্ধার ব্রাজিল

ম্যাচের আগের দিন নেইমার, কাসেমিরো, ফিরমিনহোদের নিয়ে  কোচ তিতে উৎসব করেন দলের কোচিংয়ের পাঁচ বছর পূর্তিতে। পরের দিন শিষ্যরা কোচকে উপহার দেন কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে। গতকাল ভোরে কোপা আমেরিকা কাপে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেলেও চারদিকে সমালোচনার ঝড় বইছে। রেফারিং নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ফিরমিনহোর গোলটি নিয়ে বিতর্ক হচ্ছে। কাসেমিরো যে গোলটি করে ব্রাজিলকে উদ্ধার করেন, সেটা ম্যাচের সঙ্গে যোগ করা অতিরিক্ত সময়ের ৯ মিনিট ২২ সেকেন্ডে। যা কোপার ইতিহাসে ম্যাচে যোগ করা দ্বিতীয় দীর্ঘতম সময়ে গোল। যোগ করা সময়ে সবচেয়ে দেরিতে গোল করার রেকর্ড চিলির আর্তুরো ভিদালের ২০১৬ কোপা আমেরিকায় বলিভিয়ার বিপক্ষে। এ নিয়ে টানা ১০ ম্যাচ জিতল ব্রাজিল। টানা জয়ে তিতের চেয়ে এগিয়ে মারিও জাগালো। একমাত্র ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী জাগালোর রেকর্ড ১৪ জয়। পেরু-ইকুয়েডর ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।

গত পাঁচ বছর কলম্বিয়া বরাবরই শক্ত প্রতিপক্ষ সেলেকাওদের। প্রতিটি ম্যাচ জিততেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘাম ঝরাতে হয়। রিও ডি জেনিরোর নিল্টন সান্তোস স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যায় কলম্বিয়া। ১০ মিনিটে দুর্দান্ত এক ভলিতে দলকে এগিয়ে নেন লুইস ডিয়াজ। ম্যাচের ৭৮ মিনিটে হেডে সমতা আনেন ফিরমিনহো। এই গোল নিয়েই বিতর্ক। ফিরমিনহোর হেড করার আগে বলটি রেফারির গায়ে লেগেছিল বলে অভিযোগ কলম্বিয়ান ফুটবলারদের। খেলা বন্ধ করে দাঁড়িয়ে থাকেন তারা। রেফারি ভিআর দেখে এবং লাইন্সম্যানদের সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্তে অটল থাকেন। নির্ধারিত সময়ের পর ১০ মিনিট যোগ করেন তিনি। এই সময়েই নেইমারের কর্নারে ভেসে আসা বলে কাসেমিরো দুর্দান্ত ফিনিস দেন (২-১)।  

সর্বশেষ খবর