শিরোনাম
শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

পিছিয়ে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক

সিলেটে আগস্টের ৩০ তারিখ থেকে সাফ ফুটবল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় বাংলাদেশ আর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে আগ্রহী নয়। এ নিয়ে গতকাল সাফের সদস্য দেশগুলোর সাধারণ সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। সভা শেষে সাফ সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডোতে আমরা টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’ নতুন আয়োজক হিসেবে নেপাল, ভারত ও মালদ্বীপের নাম এসেছে। ৩১ জুলাইয়ের মধ্যে তারা প্রস্তাব পাঠাবে। এরপরই আয়োজকের নাম চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আনোয়ারুল হক হেলাল। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপকে নিয়ে লিগ ভিত্তিতে হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। লিগের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল।

সর্বশেষ খবর