রবিবার, ১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মার্কিন ড্রেসেলের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

মার্কিন ড্রেসেলের বিশ্বরেকর্ড

কেলেব ড্রেসেলকে বলা হয় মাইকেল ফেলপসের উত্তরসূরি। ২৪ বছর বয়স্ক ড্রেসেল এবার টোকিও অলিম্পিকে আসেন ৭টি সোনা জয়ের টার্গেটে। গতকাল পর্যন্ত টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ঝড় তুলে ৩টি সোনা জিতেছেন। যার ২টি ব্যক্তিগত এবং একটি দলগত। আগের দিন হিটে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন। গতকাল মূল মঞ্চে বিশ্বরেকর্ড গড়েন।

১০০ মিটার বাটারফ্লাইয়ে ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ড্রেসেল। আগের বিশ্বরেকর্ডটিও ছিল তার গড়া। ২০১৯ সালে গুয়াংজুতে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৪৯.৫০ সেকেন্ড সময়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জয়ী হাঙ্গেরির ক্রিস্কোফ মিলোক রুপা জিতেন ৪৯.৬৮ সেকেন্ড সময়ে। ব্রোঞ্জ জিতেন সুইজারল্যান্ডের নোয়ে পন্টি ৫০.৭৪ সেকেন্ড সময়ে। ড্রেসেল হিটে অলিম্পিক রেকর্ড গড়েছিলেন ৪৯.৭১ সেকেন্ডে। ড্রেসেল এর আগে ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেন অলিম্পিক রেকর্ড গড়ে। ৪ গুনীতক ১০০ মিটার রিলেতেও সোনা জিতেন তিনি। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে উচ্ছ্বসিত মার্কিন সাঁতারু বলেন, ‘অলিম্পিক পদকটি জিততে বিশ্বরেকর্ড লাগল। মনে হয় না, অলিম্পিকে এমনটা প্রায়ই ঘটে। আমার পরিকল্পনা ছিল দ্রুত সাঁতার শুরু করা এবং এরপর গতি ধরে রাখা।’

সর্বশেষ খবর