বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মুক্তি-ইসলামের শ্রেষ্ঠত্বে বয়সভিত্তিক সাঁতার শেষ

ক্রীড়া প্রতিবেদক

বয়সভিত্তিক ৩৪তম জাতীয় সাঁতারে বাংলাদেশ আনসারের মুক্তি খাতুন ও গোপালগঞ্জের মো. ইসলাম আসর মাতালেন। তিন রেকর্ডসহ ১১ ইভেন্টে  সোনা জিতে মেয়েদের মধ্যে মুক্তি এবং দুটি রেকর্ডসহ ৯ সোনায় ছেলেদের বিভাগে সেরা হয়েছেন ইসলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল ছিল আসরের শেষ দিন। ৪৮ সোনা, ৫৩ রুপা ও ৪২টি তামার পদক জিতে দলগতভাগে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।

আনসার ২৩ সোনা ১১ রুপা ও ৯ তামার পদকে রানার্সআপ হয়। প্রতিযোগিতার শেষ দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ১৮-২০ বছর বয়সী প্রতিযোগিতায় মুক্তি গড়েছেন নতুন রেকর্ড। তিনি ২০১৯ সালের মার্মার গড়া রেকর্ডটি ভেঙে ফেলেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অলিম্পিক অ্যাসোসিয়েশনের দুই উপমহাসচিব আশিকুর রহমান মিকু ও আসাদুজ্জামান কোহিনূর উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর