রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফাইনালে দর্শকসারিতেও নেই জামালরা

রাশেদুর রহমান, মালদ্বীপ থেকে

জামাল ভূঁইয়াদের ফুটবল নিয়ে অনুশীলন করার কথা ছিল গত দুই দিন। কিন্তু অনাকাক্সিক্ষত পরাজয়ের ফাইনাল থেকে ছিটকে পড়ার পর কোচ অস্কার ব্রুজোন ফিরেছেন বাংলাদেশে। জামালরা মালদ্বীপে থাকলেও ফুটবলের বাইরেই তাদের অবস্থান। রাজধানীর বাইরে ছোটোখাটো দ্বীপে ঘুরতে গেছেন গত দুদিনে। ফুটবল মাঠের কাছাকাছিও যাননি। এমনকি গতকাল সাফ চ্যাম্পিয়নশিপে ভারত-নেপাল ফাইনাল ম্যাচ দেখতেও মাঠে যাননি তারা। অথচ, ফাইনাল মঞ্চে বাংলাদেশেরই থাকার কথা ছিল!

নেপালের বিপক্ষে ম্যাচে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। এই ড্রতেই বাংলাদেশকে টপকে ফাইনালে চলে যায় নেপাল। এরপর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে বাংলাদেশের সমর্থকরা। এমনকি ফাইনাল নিয়ে তেমন কোনো আলোচনাও করেননি। অথচ, বাংলাদেশ ও মালদ্বীপে ম্যাচের আগের দিন থেকেই সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করত। ফাইনালে স্বাগতিক দল মালদ্বীপ ও বাংলাদেশ না থাকায় দর্শকদের মধ্যে সেই উত্তেজনা ছিল শূন্যের কোটায়। বাংলাদেশ দলও একই পথেই হাঁটল। অভিমান করে মাঠেই গেল না খেলা দেখতে। জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু দীর্ঘশ্বাস গোপন করে বলেছেন, ‘আমি ফাইনাল দেখতে যাচ্ছি না। খেলোয়াড়রাও স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার ব্যাপারে আগ্রহী নয়। আমরা ফাইনাল খেলতে পারলাম না। এখন অন্যদের ফাইনাল দেখে আর কী হবে!’ আজ ভোরে বাংলাদেশ দল ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ ছাড়বে। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর বায়ো বাবলের তেমন কোনো কড়াকড়ি ছিল না গত দুই দিন।

সর্বশেষ খবর