শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সুপার হেভিওয়েট ম্যাচ আজ

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া সুপার হেভিওয়েট ম্যাচ আজ

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া- দুই ক্রিকেট পরাশক্তি। ক্রিকেট বিশ্বের সবচেয়ে পুরনো প্রতিপক্ষ। ঐতিহ্যবাহী টেস্ট সিরিজ ‘অ্যাশেজ’-এর ধারক দল। দুই দলই ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন। টি-২০ ক্ষেত্রে এগিয়ে ইংল্যান্ড। দেশটি টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার এখনো শিরোপা জেতা হয়নি। ২০১০ সালে ফাইনালে উঠেছিল ৫০ ওভারের চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু পুরনো প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কাছে হেরে রানার্স-আপেই সন্তুষ্ট থাকতে হয়। দুই দল আজ দুবাইয়ে পরস্পরের প্রতিপক্ষ হয়ে নামছে। জয়ী দল সেমিফাইনালের পথে এগিয়ে যাবে এক ধাপ। তবে হারলেও সম্ভাবনা রয়ে যাবে সেমিতে খেলার। টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের ম্যাচের বাইরে আরও একটি ম্যাচ আছে। শারজায় মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা। সুপার টুয়েলভে চার দলই আজ নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে। অথচ এখন পর্যন্ত ভারত খেলেছে একটি মাত্র ম্যাচ। ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দারুণ খেলছে আসরে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলেছে ইউয়ান মরগানের বাহিনী। আদিল রশিদের লেগ স্পিন ও মঈন আলির ঘূর্ণিতে ৫৫ রানে অলআউট করে ম্যাচ জিতে নেয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পায় ৮ উইকেটে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও দুরন্ত ক্রিকেট খেলছে সুপার টুয়েলভে। দুই ম্যাচে সহজেই জয় পেয়েছে প্রতিপক্ষের বিপক্ষে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে শেষ ওভারে জয় তুলে নেয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় ৭ উইকেটে।

সর্বশেষ খবর