সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

স্কটিশদেরও হারাল বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া প্রতিবেদক

আগামী জুন-জুলাইয়ে বার্মিংহামে কমনওয়েলথ গেমস। আসরের ক্রিকেট ইভেন্টে খেলতে বাংলাদেশ মহিলা ক্রিকেটারদের বাছাইপর্ব খেলতে হচ্ছে। কুয়ালালামপুরে ৫ দলের টুর্নামেন্টে গতকাল বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডকে। এ নিয়ে বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতেছেন নিগার সুলতানারা। আজ শ্রীলঙ্কাকে হারালেই কমনওয়েলথ গেমস নিশ্চিত মহিলা দলের। বাছাইপর্ব থেকে একটি মাত্র দল খেলবে মূল আসরে। লঙ্কান মহিলা দলও টানা তিন ম্যাচ জিতেছে। কুয়ালালামপুরের কিনরারা ওভালে প্রথম ব্যাট করে স্কটিশ মহিলা ১৭.৩ ওভারে মাত্র ৭৭ রান করে। নিগার বাহিনীর পক্ষে ২টি করে উইকেট নেন সালমা খাতুন, সুরাইয়া আজমিন, নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা। রিতু মনি ৪ ওভারে রান দেন মাত্র ১০। সালমা ৩ ওভারে রান দেন ৯। ৭৮ রানের টার্গেটে বাংলাদেশ ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। আউট হন শামীমা সুলতানা। এর পর মুরশিদা খাতুন ও ফারজানা হক অবিচ্ছিন্ন ৭৮ রানের জুটি গড়ে দলকে টানা তৃতীয় জয় উপহার দেন। তখনো ওভার বাকি ৪.৪। ম্যাচসেরা মুরশিদা ৫০ রান করে ৫৫ বলে ৬ চার ও ১ ছক্কায়।

টি-২০ ক্রিকেটে বাংলাদেশের একমাত্র হাজার রানের মাইলফলক গড়া ফারজানা অপরাজিত থকেন ২০ রানে।

সর্বশেষ খবর