শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

লর্ডসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নিউজিল্যান্ডের

ক্রীড়া ডেস্ক

আইপিএল শেষে আবার নিউজিল্যান্ডের নেতৃত্বে ফিরেছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ড দল আমূল পাল্টে গেছে। নতুন অধিনায়ক, নতুন কোচ নিয়ে নতুন যুগে পা রেখেছে ইংলিশ ক্রিকেট দল। টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বেন স্টোকসের হাতে। কোচ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বেন ম্যাককুলাম। নতুন কোচ ও অধিনায়কের নেতৃত্বে ইংল্যান্ড টেস্ট খেলতে নেমেছে লর্ডসে। প্রতিপক্ষ বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। দুই দলের ৩ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়িয়েছে লর্ডসে। দ্বিতীয় দিনে টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সফরকারী ব্ল্যাক ক্যাপসরা। প্রথম দিন উইকেটের পতন হয়েছিল ১৭টি। গতকাল দ্বিতীয় ইনিংসে এ রিপোর্ট লেখা পর্যন্ত উইলিয়ামস বাহিনীর সংগ্রহ ৪ উইকেটে ১১১। এগিয়ে রয়েছে ১০২ রানে। প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসন ও ম্যাতু পটসের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৩২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অ্যান্ডারসন ও পটস ৪টি করে উইকেট নেন। জবাবে ১৪১ রানে থেমে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। স্বাগতিকের বেঁধে টিম সাউদি ও ট্রেন্ট বুল্ট। সাউদি ৪টি ও বুল্ট ৩টি উইকেট নেন। ৯ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নেমে গতকাল দ্বিতীয় দিন পুনরায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে ড্যারেন মিচেল ও টম ব্লান্ডেল দলকে টেনে নিয়ে যাচ্ছেন।   

সর্বশেষ খবর