মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা
উইম্বলডন ২০২২

আরব মেয়ে জাবেয়ার দ্বিতীয় রাউন্ডে

ক্রীড়া ডেস্ক

শুরু হয়েছে উইম্বলডনের লড়াই। গতকাল বিকালে অল ইংল্যান্ড টেনিস ক্লাবে লড়াইয়ে নেমেছেন নোভাক জকোভিচ আর এমা রাডুকানুরা। জকোভিচ উইম্বলডনে সপ্তম শিরোপার লক্ষ্যে খেলতে নেমেছেন। অন্যদিকে ব্রিটিশদের ৪৫ বছরের অপেক্ষা ঘুচাতে খেলতে নেমেছেন এমা রাডুকানু। প্রথমদিনেই মেয়েদের এককের তৃতীয় বাছাই আরব মেয়ে ওনস জাবেয়ারও লড়াইয়ে নেমেছেন। এছাড়া স্প্যানিশ তরুণ কার্লোস আলকারাজ প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছেন হান লেনার্ডের। উইম্বলডনে প্রথম দিনে শুভসূচনা করেছেন তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ার। মেয়েদের এককের তৃতীয় বাছাই গতকাল প্রথম রাউন্ডে সুইডেনের মিরিয়াম বোর্কলুন্ডকে ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন। মেয়েদের এককে অন্যতম ফেবারিট হিসেবে খেলছেন জাবেয়ার। মেয়েদের এককে এছাড়াও জয় পেয়েছেন ২৮তম বাছাই যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কি এবং ২৯তম বাছাই ইউক্রেনের আনহেলিনা কালিনিনা। অ্যালিসন ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন ইয়েলেনাকে। অন্যদিকে আনহেলিনা তিন সেটের লড়াইয়ে ৪-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন হাঙ্গেরির আনা বোনডারকে।

পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের টমি পল এবং স্পেনের জাউমি মুনার। টমি পল ৬-১, ৬-২, ৭-৬ গেমে হারিয়েছেন ফার্নান্দো ভারদাসকোকে। অন্যদিকে জাউমি মুনার ৬-২, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ব্রাজিলের থিয়াগো মনটেইরোকে। শীর্ষ বাছাই নোভাক জকোভিচ গতকাল মুখোমুখি হয়েছেন দক্ষিণ কোরিয়ার কেউন সুনের।

সর্বশেষ খবর