শুক্রবার, ১ জুলাই, ২০২২ ০০:০০ টা

কক্সবাজারে জমি পেল বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

ফিফার অর্থায়নে কক্সবাজারে টেকনিক্যাল সেন্টার তৈরির জন্য কক্সবাজারের খুনিয়া পালংয়ে ২০ একর জমি বরাদ্দ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বন ও পরিবেশ মন্ত্রণালয় ৭ জুন বাফুফের অনুকূলে জমি বরাদ্দ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান সহসাই তারা আনুষ্ঠানিকভাবে জমি বুঝে পাবেন। অনেক দিন ধরেই বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদ কক্সবাজারে জমির সন্ধান করেছিল। খুনিয়া পালং ছাড়াও টেকনাফের সাবাং রামুর লুসকুল ও জুয়ারি নালা নামক এলাকায়ও জমিও পরিদর্শন করেছিলেন। কিন্তু জায়গা মিলছিল না। গত ডিসেম্বরের মধ্যে জমি বরাদ্দের নিশ্চয়তা চেয়েছিল ফিফা। বাফুফে দিতে পারেনি। অবশেষে নির্ধারিত ছয় মাস পর বাফুফে পেল বহু প্রতীক্ষিত সেই জমি।

সর্বশেষ খবর