সাইফের কাছে ঢাকা আবাহনী হারার পরই শিরোপার দুয়ার খুলে গেছে বসুন্ধরা কিংসের। ১৮ জুলাই সাইফকে হারাতে পারলেই টিভিএস পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে। গড়বে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস। তবে গতকালই শিরোপা নিশ্চিত হয়ে যেত তাদের। স্বাধীনতার ক্রীড়া সংঘের কাছে আবাহনী হেরে গেলেই চলত। তখন তিন ম্যাচ আগেই ইতিহাস লিখে ফেলত কিংস। তা আর হলো না। আবাহনীর জয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। বসুন্ধরা ও সাইফকে হারানো স্বাধীনতা ক্রীড়া সংঘকে নিয়ে কেউ কেউ আশাবাদীও ছিলেন। কেননা প্রথম লেগে স্বাধীনতা ড্র করে রুখে দিয়েছিল আবাহনীকে। এবার পারেনি, ৪-১ গোলের বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে আবাহনী। অন্যদিকে স্বাধীনতার নেমে যাওয়াটা প্রায় নিশ্চিত। এই জয়ে ১৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৪৮ নিয়ে শীর্ষে কিংস। ব্যবধান সাত পয়েন্ট। সমীকরণই বলে দিচ্ছে আবাহনীর শিরোপা জয়ের আশা টিকে আছে। তবে কঠিন পথ, বাকি তিন ম্যাচে আবাহনীকে জিততেই হবে। এতেই চলবে না। কিংসকেও টানা তিন ম্যাচ হারতে হবে। কিংসের অপেক্ষাটা যত সহজ। অন্যদিকে আবাহনীর বড্ড কঠিন। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২০ মিনিটে ড্যানিয়েল কলিনড্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডরিয়েলটন। প্রথমার্ধে যোগ করা সময়ে সুজুকি ব্যবধান ১-২ করেন। ৫৭ মিনিটে ডরিয়েলটন ও ৮০ মিনিটে রাফায়েল অগাস্তো জালে বল পাঠালে আবাহনী ৪-১ গোলে জিতে যায়।
শিরোনাম
- আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- যে কারণে ভ্যাম্পায়ার দাঁতে আগ্রহ বাড়ছে তরুণীদের
- অবশেষে চলেই গেলেন কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র, ভারতীয় গণমাধ্যমের দাবি
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
এখনো আশায় আবাহনী
ঢাকা আবাহানী ৪ : ১ স্বাধীনতা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর