শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

এখনো আশায় আবাহনী

ঢাকা আবাহানী ৪ : ১ স্বাধীনতা

ক্রীড়া প্রতিবেদক

এখনো আশায় আবাহনী

সাইফের কাছে ঢাকা আবাহনী হারার পরই শিরোপার দুয়ার খুলে গেছে বসুন্ধরা কিংসের। ১৮ জুলাই সাইফকে হারাতে পারলেই টিভিএস পেশাদার লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে। গড়বে ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাস। তবে গতকালই শিরোপা নিশ্চিত হয়ে যেত তাদের। স্বাধীনতার ক্রীড়া সংঘের কাছে আবাহনী হেরে গেলেই চলত। তখন তিন ম্যাচ আগেই ইতিহাস লিখে ফেলত কিংস। তা আর হলো না। আবাহনীর জয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে তাদের। বসুন্ধরা ও সাইফকে হারানো স্বাধীনতা ক্রীড়া সংঘকে নিয়ে কেউ কেউ আশাবাদীও ছিলেন। কেননা প্রথম লেগে স্বাধীনতা ড্র করে রুখে দিয়েছিল আবাহনীকে। এবার পারেনি, ৪-১ গোলের বড় ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে আবাহনী। অন্যদিকে স্বাধীনতার নেমে যাওয়াটা প্রায় নিশ্চিত। এই জয়ে ১৯ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪১। সমান ম্যাচে ৪৮ নিয়ে শীর্ষে কিংস। ব্যবধান সাত পয়েন্ট। সমীকরণই বলে দিচ্ছে আবাহনীর শিরোপা জয়ের আশা টিকে আছে। তবে কঠিন পথ, বাকি তিন ম্যাচে আবাহনীকে জিততেই হবে। এতেই চলবে না। কিংসকেও টানা তিন ম্যাচ হারতে হবে। কিংসের অপেক্ষাটা যত সহজ। অন্যদিকে আবাহনীর বড্ড কঠিন। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২০ মিনিটে ড্যানিয়েল কলিনড্রেসের গোলে এগিয়ে যায় আবাহনী। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডরিয়েলটন। প্রথমার্ধে যোগ করা সময়ে সুজুকি ব্যবধান ১-২ করেন। ৫৭ মিনিটে ডরিয়েলটন ও ৮০ মিনিটে রাফায়েল অগাস্তো জালে বল পাঠালে আবাহনী ৪-১ গোলে জিতে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর