মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

গল টেস্টের নিয়ন্ত্রণে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

২৪ জুলাই কলম্বোর পি সারা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরুর কথা ছিল। কিন্তু আন্দোলনের জন্য ভেন্যু পরিবর্তন হয়েছে। এখন দ্বিতীয় টেস্টের ভেন্যু গল। ‘দুর্গ নগরী’ গলে চলছে শ্রীলঙ্কা-পাকিস্তান প্রথম টেস্ট। তৃতীয়দিন শেষে টেস্টের নিয়ন্ত্রণে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। দিনেশ চন্ডিমালের ব্যাটিং দৃঢ়তায় গতকাল তৃতীয় দিন শেষ করেছে ৯ উইকেটে ৩২৯ রান নিয়ে। আজ চতুর্থদিন স্বাগতিকরা হাতে এক উইকেট নিয়ে নামবে ৩৩৩ রানে এগিয়ে থেকে। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল ২২২ রান। জবাবে পাকিস্তানের সংগ্রহ ছিল অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে ২১৮ রান। ৪ চারে এগিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ১ উইকেটে ৩৬ রান তুলে। গতকাল দিন শেষ করে ৯ উইকেটে ৩২৯ রান তুলে। হাফসেঞ্চুরি করেছেন ওপেনার ওশাদা ৬৪, কুশল মেন্ডিস ৭৬ ও দিনেশ চন্ডিমল ব্যাট করছেন ৮৬ রানে। প্রথম ইনিংসে ৭৬ রান করেছিলেন চন্ডিমল। আগের টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন চন্ডিমল।          

সংক্ষিপ্ত  স্কোর :

শ্রীলঙ্কা : প্রথম ইনিংস : ২২২ ও দ্বিতীয় ইনিংস, ৩২৯/৯, ৯৬ ওভার (ওশাদা ৬৪, রাজিথা ৭, মেন্ডিস ৭৬, ম্যাথিউস ৯, চন্ডিমল ৮৬*, ধনাঞ্জয়া ২০, ডিকভেলা ১২, রমেশ ২২, থিকশানা ১১, জয়সুরিয়া ৪*। আফ্রিদি ০/২১, নওয়াজ ৫/৮৮, সালমান ০/৫৩, ইয়াসির ৩/১২২, হাসান ১/১৫)।

পাকিস্তান : প্রথম ইনিংস, ২১৮ (বাবর আজম ১১৯)।

সর্বশেষ খবর