সোমবার, ১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শেখ হাসিনা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ফাইনাল!

ক্রীড়া প্রতিবেদক

২০২৪ সালে বাংলাদেশ নারী বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করবে। টুর্নামেন্টের ফাইনাল নির্মাণাধীন শেখ হাসিনা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করেছে বিসিবি। এই পরিকল্পনার কথা জানান স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির সভা থেকে দেশে ফিরে বিমানবন্দরে পাপন বলেন, ‘আমাদের আরেকটা চ্যালেঞ্জ সামনে। মেয়েদের বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপে কয়েকটি দেশ অসম্ভব শক্তিশালী। খুব ফাইট দিতে পারে।’ শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ এখনো শুরু হয়নি। একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার কথা শোনা যাচ্ছে। সেখানে ফাইনালের সম্ভাবনা নিয়ে বিসিবি প্রধান বলেন, দুই বছর সময় আছে। আমরা চেষ্টা করব দ্রুত কাজ সম্পন্ন করতে। পরিকল্পনা আছে শেষ পর্যন্ত কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে।

সর্বশেষ খবর