বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বাতিল করল ফিফা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের একটা ম্যাচ বাকি ছিল। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মাঠে গড়ায় সাও পাওলোতে। তবে সেই ম্যাচ ছয় মিনিট পরই বন্ধ হয়ে যায়। আর্জেন্টাইন ফুটবলাররা করোনাবিধি ভঙ্গ করেছে, এমন অভিযোগে মাঠে প্রবেশ করে ফুটবলারদের বের করে নেয় ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ। এরপর আর খেলা হয়নি। ম্যাচ স্থগিত করা হয়। ফিফা ঘোষণা করে ম্যাচটা পরবর্তীতে অনুষ্ঠিত হবে। কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলই ম্যাচটা খেলতে রাজি হয়নি। অবশেষে দুই বিশ্ব চ্যাম্পিয়নের দাবিই মেনে নিল ফিফা। ম্যাচটা বাতিল ঘোষণা করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের আগে আর সুপার ক্ল্যাসিকো দেখা হচ্ছে না ফুটবলপ্রেমীদের। বিশ্বকাপের আগে এমন এক হাইভোল্টেজ ম্যাচ খেলতে নামলে ফুটবলাররা ইনজুরিতে আক্রান্ত হতে পারেন, এমন শঙ্কা প্রকাশ করেছিল ব্রাজিল। ফিফাও বিষয়টি আমলে নিল। বিশেষ করে এই ম্যাচের ফলাফল ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে কোনো প্রভাব না রাখায় ম্যাচটি বাতিল করা হয়েছে। ল্যাটিন অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল শীর্ষে এবং আর্জেন্টিনা দুইয়ে আছে।

সর্বশেষ খবর