শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

৪০ বছর পর ইরানের স্টেডিয়ামে নারী দর্শক

ক্রীড়া ডেস্ক

৪০ বছর ধরে ইরানের স্টেডিয়ামগুলোতে মাঠে উপস্থিত থেকে খেলা দেখতে পারতেন না ইরানের নারী দর্শক। সেই প্রবেশের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। তেহরানের আজাদি স্টেডিয়ামে উপস্থিত থেকে প্রায় পাঁচ শতাধিক নারী ফুটবলপ্রেমী খেলা দেখেছেন। ইরানের আধা-সরকারি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে আমেরিকান মিডিয়া সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার পাঁচ শতাধিক নারীকে তেহরানের আজাদি স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়। নারী দর্শকরা এস্তেগলাল এফসি ও সনাত মেস কেরমান এফসির ম্যাচ উপভোগ করেন। ইরানের ফুটবল ফেডারেশন নারী দর্শকদের বসার আলাদা ব্যবস্থা করেছে। তারা স্টেডিয়ামে প্রবেশ করে একটি বিশেষ প্রবেশদ্বার দিয়ে। ইরানের যে কোনো খেলায় নারী ও পুরুষের একসঙ্গে বসে খেলা দেখা নিষিদ্ধ হয় ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর পরই।

সর্বশেষ খবর