শিরোনাম
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে ভারতের ‘ডিলাইটওয়াশ’

লিটনদের সিরিজ জয়ের আনন্দ

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রামে ভারতের ‘ডিলাইটওয়াশ’

১২৬ বলে ২০০ : ওয়ানডেতে ঈশান কিশানের দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড

ভারতের বিরুদ্ধে শেষ ম্যাচে বিধ্বস্ত হয়েছেন টাইগাররা। ভারতের বিরুদ্ধে ২২৭ রানের বিশাল ব্যবধানে হেরেছেন লিটন দাসরা। ভারতের ৪০৯ রানের জবাবে ১৮২ রানেই অলআউট স্বাগতিকরা। হোয়াইটওয়াশ করার স্বপ্ন নিয়ে খেলতে নেমে টাইগাররা চট্টগ্রামে উল্টো ভারতের বিরুদ্ধে ‘ডিলাইটওয়াশ’ হয়ে গেল।

তারপরও সিরিজ জয়ের আনন্দ বাংলাদেশের। প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিলেন লিটনরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে জিতে ট্রফি নিয়ে উদযাপনে মেতে উঠল।

গতকাল চট্টগ্রামে ঈশান কিষানের ক্যারিশম্যাটিক ডাবল সেঞ্চুরি করেন। মাত্র ১৩১ খেলে ২১০ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। ২৪টি বাউন্ডারির সঙ্গে ১০টি বিশাল ছক্কা। ৯১ বলে ১১৩ রানের দারুণ আরেকটি ইনিংস খেলেছেন বিরাট কোহলি। লিটন দাসরা পুরো দল মিলে ঈশানের সমান রানই করতে পারেনি।

অবশ্য এই সিরিজে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা পুরোপুরি বর্থ হয়েছেন। বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে তো আট নম্বরে ব্যাট করতে নামা মেহেদী হাসান মিরাজের ক্যারিশমায়। তাই সিরিজ জিতলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে জিতিয়ে দিয়ে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মেহেদী হাসান মিরাজ। আর শেষ ম্যাচে ঈশানই সেরা।

সর্বশেষ খবর