মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মেসি-নেইমার ছাড়া হারলেন এমবাপ্পেরা

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে পরাজিত হলো ফরাসি ক্লাব পিএসজি। গত রবিবার গভীর রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে লেনসের বিপক্ষে পরাজিত হয়েছে পিএসজি ৩-১ গোলে। এ পরাজয়ের পরও শীর্ষে আছে পিএসজি। তবে দুইয়ে থাকা লেনসের সঙ্গে ব্যবধান কমেছে তাদের। ১৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লেনস।

রবিবার পিএসজির জার্সিতে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি এবং নেইমার। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় ছুটি কাটিয়ে জানুয়ারির শুরুর দিকে প্যারিসে ফেরার কথা লিওনেল মেসির। দুই তারকাকে ছাড়া খেলতে নেমে পরাজয়ের তিক্ত স্বাদ পেলেন কিলিয়ান এমবাপ্পেরা। ম্যাচের পঞ্চম মিনিটে ফ্রাঙ্কোভস্কির গোলে এগিয়ে যায় লেনস। প্রতিপক্ষের মাঠে অবশ্য তিন মিনিট পরই হুগো একিতিকের গোলে সমতায় ফেরে পিএসজি। তবে ওপেন্দা (২৮ মিনিট) ও অ্যালেক্সিস ক্লাউডের (৪৭ মিনিট) গোলে দারুণ জয় নিয়েই মাঠ ছাড়ে লেনস। এ পরাজয়ের পর পিএসজির কোচ ক্রিস্টফ গালতিয়ের বলেছেন, নিজের দলটাকেই চিনতে পারেননি। প্রতিপক্ষের খেলার প্রসংশাও করেছেন তিনি। অন্যদিকে লেনসের আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা বলেছেন, পিএসজি নিশ্চয়ই লিওনেল মেসি ও নেইমারের অভাব বোধ করেছে।

সর্বশেষ খবর