শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মূল পর্বে যুব হকিতে টার্গেট সেমিফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে উঠেছে বাংলাদেশ। ওমানের মাটিতে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় যুবারা। বৃহস্পতিবার ট্রফি জিতে গতকালই দেশে ফিরেছে তারা। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। এ সাফল্যের কারিগর ছিলেন মামুনুর রশিদ। মাত্র ১০ দিনের প্রশিক্ষণে তিনি দলকে তৈরি করেন। ঢাকায় ফিরে মামুন বলেন, কোচ হিসেবে আমার ভালো লাগছে। ছেলেরা দারুণ খেলেছে। ম্যাচ বাই ম্যাচ পারফরম্যান্সের উন্নয়ন ঘটিয়ে ছেলেরা প্রতিটি ম্যাচ জিতেছে।

মে মাসে ওমানেই অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। এখানে এশিয়ার শক্তিশালী দল খেলবে। তারপরও আমার টার্গেট যুব বিশ্বকাপে সেমিফাইনাল খেলা। কাজটি কঠিন, তবে উন্নত প্রশিক্ষণ নিলে অসম্ভবকে সম্ভব করা যাবে। ভারত বা মালয়েশিয়ায় অনুশীলন ও প্রীতি ম্যাচ খেললে ছেলেরা উপকৃত হবে। আমার বিশ্বাস ফেডারেশন সে ধরনেরই উদ্যোগ নেবে।

সর্বশেষ খবর