সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্বপ্ন বিশ্বকাপ হকি

মাত্র ২০ দিনের প্রস্তুতি নিয়ে বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

মনোয়ার হক

স্বপ্ন বিশ্বকাপ হকি

হকি বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে দেখার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আর তা যুব হকি ঘিরেই। বাংলাদেশ এবার এশিয়ান অনূর্ধ্ব-২১ হকি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান যুব হকির চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছে। এটা অবশ্য নতুন নয়, ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। চলতি বছরের মে মাসে ওমানেই হবে চূড়ান্ত পর্ব। এখানে শীর্ষ চার দল আগামী বছর যুব হকির বিশ্বকাপ খেলতে পারবে। অর্থাৎ সেমিফাইনালে গেলেই বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। তবে কাজটি কঠিনই বলা যায়। ১০ জাতি এশিয়া যুব হকির চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। এশিয়ার পাঁচ পরাশক্তিকে টপকে সেমিফাইনাল খেলাটা কঠিন।

মাত্র ২০ দিনের প্রস্তুতি নিয়ে বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। চূড়ান্ত পর্ব হবে মে মাসে। হাতে ভালোই সময় আছে। যেহেতু বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে, তাই প্রস্তুতিটা হতে হবে সে রকম। ২০ দিন বা এক মাসের প্রস্তুতি নিয়ে খেলতে গেলে ভরাডুবি ছাড়া কিছুই ঘটবে না। বাছাই পর্বে অনূর্ধ্ব-২১ দলের প্রশিক্ষক ছিলেন মামুনুর রশিদ। যাকে দেশের সেরা কোচও বলা যায়। মামুন বলেন, ‘স্বল্প দিনের প্রস্তুতিতে ওমানে ছেলেদের পারফরম্যান্সে মুগ্ধ। চূড়ান্ত পর্বে তো শক্তিশালী দল খেলবে। বাংলাদেশ কী করবে তা বলা কঠিন। তবে আমি বলব, ভালো করার জন্য দ্রুত ক্যাম্প ডাকা উচিত।’

হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘আমি মামুনের সঙ্গে একমত। প্রশিক্ষণের বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। যুবদলের অনুশীলন চালিয়ে যেতে চাই। সভাপতি স্যারের সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত নেব। শুধু প্রশিক্ষণ নয়, ভারত ও মালয়েশিয়া সফর করে প্রীতিম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। চূড়ান্ত পর্বের আগে ওমান ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করবে। মাসকাটে থাকা অবস্থায় তাদের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর। আশা করি ভালো প্রস্তুতি নিয়ে বাংলাদেশের যুবারা চূড়ান্ত পর্বে যাবে। জাতীয় দলের বিশ্বকাপ খেলাটা কঠিন হলেও আমি মনে করি যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলার সম্ভাবনা রয়েছে। দুই বছর পরপর এ বিশ্বকাপ হয়। এবার না হলেও সামনে যেকোনো যুব বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে বলে অপেক্ষায় থাকতে হবে। তবে পরিকল্পনা করে এগোতে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর