বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ পিসিবির

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ পিসিবির

বিপিএলে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৩টি। সবগুলোই করেছেন পাকিস্তানের তিন ক্রিকেটার আজম খান, উসমান খান ও ইফতেখার আহমেদ। শুধু ব্যাট হাতে নয়, বোলিংয়েও দারুণ পারফরম্যান্স পাকিস্তানের বোলারদের। ওয়াহাব রিয়াজ এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। গতির ঝড় তুলছেন মোহাম্মদ আমির, নাসিম শাহরা। বিপিএলে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের ক্রিকেটাররাও খেলছেন। কিন্তু ২০ ওভারের টুর্নামেন্টের মূল আকর্ষণ পাকিস্তানের ক্রিকেটাররা। ৭ দলে খেলছেন পাকিস্তানের ২১ ক্রিকেটার। সর্বোচ্চ ৫ পাকিস্তানি ক্রিকেটার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ক্রিকেটারদের বিপিএল ছেড়ে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। বিপিএলের ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। এলিমিনেটর ও প্লে অফের খেলা ১২ ও ১৩ ফেব্রুয়ারি। পিসিবি নির্দেশ দিয়েছে ২ ফেব্রুয়ারির মধ্যে সব ক্রিকেটারকে বিপিএল থেকে দেশে ফিরে আসতে বলেছে।

সর্বশেষ খবর