স্বদেশি ডরিয়েলটনকে কাছে পেয়ে রবসন রবিনহো আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠবেন বসুন্ধরা কিংসের সমর্থকদের ধারণা ছিল। কিন্তু পেশাদার লিগে টানা ছয় ম্যাচে জয় পেলেও রবসনকে ঠিক চেনারূপে দেখা যাচ্ছিল না। ম্লান বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এ ফুটবলার নিজেকে ভালোভাবেই চেনালেন। মূলত তার ম্যাজিকেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে টানা সাত ম্যাচেই জয় পেল ফুটবল কিং বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে কিংস ৩-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছে। এ জয়ে সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে গেল।
আগের ছয় ম্যাচে জিতলেও এবারে লিগে মূলত গতকালই বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিংস অ্যারিনা দুই ক্লাবেরই হোম ভেন্যু হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস আতিথেয়তা দিয়েছিল শেখ রাসেলকে। কিংস অ্যারিনায় আবারও হারল শেখ রাসেল। শুরুতে তারা পুলিশের কাছে হেরে যায়। তবে কিংসের বিপক্ষে শেখ রাসেল উজার করে খেলে। প্রথমার্ধে কিংস বেশি ভাগ বল নিয়ন্ত্রণে রাখলেও শেখ রাসেলও জ্বলে উঠেছিল।
কঠিন চ্যালেঞ্জে পড়লেও দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য হয়ে উঠে। বিশেষ করে অধিনায়ক রবসনের নৈপুণ্যে রাসেলের রক্ষণভাগ কেঁপে উঠে। কিংসের ঝটিকা আক্রমণই বলে দিচ্ছিল যেকোনো সময় তারা গোল পেয়ে যাবে। রাকিব যথেষ্ট পরিশ্রম করে খেলেছেন। ডরিয়েলটন সক্রিয় থাকলে গোল পেয়ে যেত। কিন্তু কিংস লিড নেয় পেনাল্টি থেকে। ৬৫ মিনিটে রবসন বল নিয়ে ডি বক্সে ঢুকে গেলে তাকে ফাউল করেন মনির আলম। পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। রবসন প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে দলকে এগিয়ে রাখেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গফুরভ।
রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুরতালিপভের ভুল পাসে বল পেয়ে যান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে গ্যাপ তৈরি করে বাম পায়ে মাপা শটে তিনি জালে বল পাঠান (২-০)। দুই মিনিট পর শেখ রাসেলের এমফন উদো ব্যবধান কমালেও লাভ হয়নি। ইনজুরি টাইমে চমৎকার ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল (৩-১) করে জয় নিশ্চিত করেন রবসন। লাকি সেভেনে কিংসের ভান্ডারে ২১ পয়েন্ট জমা পড়লেও ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় কিংস পরবর্তী ম্যাচ খেলবে ঢাকা মোহামেডানের বিপক্ষে।
শিরোনাম
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বড় বাধা টপকাল কিংস
বসুন্ধরা কিংস ৩ - ১ শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর