স্বদেশি ডরিয়েলটনকে কাছে পেয়ে রবসন রবিনহো আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠবেন বসুন্ধরা কিংসের সমর্থকদের ধারণা ছিল। কিন্তু পেশাদার লিগে টানা ছয় ম্যাচে জয় পেলেও রবসনকে ঠিক চেনারূপে দেখা যাচ্ছিল না। ম্লান বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এ ফুটবলার নিজেকে ভালোভাবেই চেনালেন। মূলত তার ম্যাজিকেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে টানা সাত ম্যাচেই জয় পেল ফুটবল কিং বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে কিংস ৩-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছে। এ জয়ে সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে গেল।
আগের ছয় ম্যাচে জিতলেও এবারে লিগে মূলত গতকালই বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিংস অ্যারিনা দুই ক্লাবেরই হোম ভেন্যু হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস আতিথেয়তা দিয়েছিল শেখ রাসেলকে। কিংস অ্যারিনায় আবারও হারল শেখ রাসেল। শুরুতে তারা পুলিশের কাছে হেরে যায়। তবে কিংসের বিপক্ষে শেখ রাসেল উজার করে খেলে। প্রথমার্ধে কিংস বেশি ভাগ বল নিয়ন্ত্রণে রাখলেও শেখ রাসেলও জ্বলে উঠেছিল।
কঠিন চ্যালেঞ্জে পড়লেও দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য হয়ে উঠে। বিশেষ করে অধিনায়ক রবসনের নৈপুণ্যে রাসেলের রক্ষণভাগ কেঁপে উঠে। কিংসের ঝটিকা আক্রমণই বলে দিচ্ছিল যেকোনো সময় তারা গোল পেয়ে যাবে। রাকিব যথেষ্ট পরিশ্রম করে খেলেছেন। ডরিয়েলটন সক্রিয় থাকলে গোল পেয়ে যেত। কিন্তু কিংস লিড নেয় পেনাল্টি থেকে। ৬৫ মিনিটে রবসন বল নিয়ে ডি বক্সে ঢুকে গেলে তাকে ফাউল করেন মনির আলম। পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। রবসন প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে দলকে এগিয়ে রাখেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গফুরভ।
রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুরতালিপভের ভুল পাসে বল পেয়ে যান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে গ্যাপ তৈরি করে বাম পায়ে মাপা শটে তিনি জালে বল পাঠান (২-০)। দুই মিনিট পর শেখ রাসেলের এমফন উদো ব্যবধান কমালেও লাভ হয়নি। ইনজুরি টাইমে চমৎকার ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল (৩-১) করে জয় নিশ্চিত করেন রবসন। লাকি সেভেনে কিংসের ভান্ডারে ২১ পয়েন্ট জমা পড়লেও ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় কিংস পরবর্তী ম্যাচ খেলবে ঢাকা মোহামেডানের বিপক্ষে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
বড় বাধা টপকাল কিংস
বসুন্ধরা কিংস ৩ - ১ শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর