স্বদেশি ডরিয়েলটনকে কাছে পেয়ে রবসন রবিনহো আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠবেন বসুন্ধরা কিংসের সমর্থকদের ধারণা ছিল। কিন্তু পেশাদার লিগে টানা ছয় ম্যাচে জয় পেলেও রবসনকে ঠিক চেনারূপে দেখা যাচ্ছিল না। ম্লান বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এ ফুটবলার নিজেকে ভালোভাবেই চেনালেন। মূলত তার ম্যাজিকেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে টানা সাত ম্যাচেই জয় পেল ফুটবল কিং বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে কিংস ৩-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছে। এ জয়ে সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে গেল।
আগের ছয় ম্যাচে জিতলেও এবারে লিগে মূলত গতকালই বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিংস অ্যারিনা দুই ক্লাবেরই হোম ভেন্যু হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস আতিথেয়তা দিয়েছিল শেখ রাসেলকে। কিংস অ্যারিনায় আবারও হারল শেখ রাসেল। শুরুতে তারা পুলিশের কাছে হেরে যায়। তবে কিংসের বিপক্ষে শেখ রাসেল উজার করে খেলে। প্রথমার্ধে কিংস বেশি ভাগ বল নিয়ন্ত্রণে রাখলেও শেখ রাসেলও জ্বলে উঠেছিল।
কঠিন চ্যালেঞ্জে পড়লেও দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য হয়ে উঠে। বিশেষ করে অধিনায়ক রবসনের নৈপুণ্যে রাসেলের রক্ষণভাগ কেঁপে উঠে। কিংসের ঝটিকা আক্রমণই বলে দিচ্ছিল যেকোনো সময় তারা গোল পেয়ে যাবে। রাকিব যথেষ্ট পরিশ্রম করে খেলেছেন। ডরিয়েলটন সক্রিয় থাকলে গোল পেয়ে যেত। কিন্তু কিংস লিড নেয় পেনাল্টি থেকে। ৬৫ মিনিটে রবসন বল নিয়ে ডি বক্সে ঢুকে গেলে তাকে ফাউল করেন মনির আলম। পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। রবসন প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে দলকে এগিয়ে রাখেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গফুরভ।
রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুরতালিপভের ভুল পাসে বল পেয়ে যান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে গ্যাপ তৈরি করে বাম পায়ে মাপা শটে তিনি জালে বল পাঠান (২-০)। দুই মিনিট পর শেখ রাসেলের এমফন উদো ব্যবধান কমালেও লাভ হয়নি। ইনজুরি টাইমে চমৎকার ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল (৩-১) করে জয় নিশ্চিত করেন রবসন। লাকি সেভেনে কিংসের ভান্ডারে ২১ পয়েন্ট জমা পড়লেও ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় কিংস পরবর্তী ম্যাচ খেলবে ঢাকা মোহামেডানের বিপক্ষে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
বড় বাধা টপকাল কিংস
বসুন্ধরা কিংস ৩ - ১ শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর