স্বদেশি ডরিয়েলটনকে কাছে পেয়ে রবসন রবিনহো আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠবেন বসুন্ধরা কিংসের সমর্থকদের ধারণা ছিল। কিন্তু পেশাদার লিগে টানা ছয় ম্যাচে জয় পেলেও রবসনকে ঠিক চেনারূপে দেখা যাচ্ছিল না। ম্লান বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এ ফুটবলার নিজেকে ভালোভাবেই চেনালেন। মূলত তার ম্যাজিকেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে টানা সাত ম্যাচেই জয় পেল ফুটবল কিং বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে কিংস ৩-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছে। এ জয়ে সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে গেল।
আগের ছয় ম্যাচে জিতলেও এবারে লিগে মূলত গতকালই বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিংস অ্যারিনা দুই ক্লাবেরই হোম ভেন্যু হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস আতিথেয়তা দিয়েছিল শেখ রাসেলকে। কিংস অ্যারিনায় আবারও হারল শেখ রাসেল। শুরুতে তারা পুলিশের কাছে হেরে যায়। তবে কিংসের বিপক্ষে শেখ রাসেল উজার করে খেলে। প্রথমার্ধে কিংস বেশি ভাগ বল নিয়ন্ত্রণে রাখলেও শেখ রাসেলও জ্বলে উঠেছিল।
কঠিন চ্যালেঞ্জে পড়লেও দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য হয়ে উঠে। বিশেষ করে অধিনায়ক রবসনের নৈপুণ্যে রাসেলের রক্ষণভাগ কেঁপে উঠে। কিংসের ঝটিকা আক্রমণই বলে দিচ্ছিল যেকোনো সময় তারা গোল পেয়ে যাবে। রাকিব যথেষ্ট পরিশ্রম করে খেলেছেন। ডরিয়েলটন সক্রিয় থাকলে গোল পেয়ে যেত। কিন্তু কিংস লিড নেয় পেনাল্টি থেকে। ৬৫ মিনিটে রবসন বল নিয়ে ডি বক্সে ঢুকে গেলে তাকে ফাউল করেন মনির আলম। পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। রবসন প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে দলকে এগিয়ে রাখেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গফুরভ।
রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুরতালিপভের ভুল পাসে বল পেয়ে যান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে গ্যাপ তৈরি করে বাম পায়ে মাপা শটে তিনি জালে বল পাঠান (২-০)। দুই মিনিট পর শেখ রাসেলের এমফন উদো ব্যবধান কমালেও লাভ হয়নি। ইনজুরি টাইমে চমৎকার ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল (৩-১) করে জয় নিশ্চিত করেন রবসন। লাকি সেভেনে কিংসের ভান্ডারে ২১ পয়েন্ট জমা পড়লেও ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় কিংস পরবর্তী ম্যাচ খেলবে ঢাকা মোহামেডানের বিপক্ষে।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
বড় বাধা টপকাল কিংস
বসুন্ধরা কিংস ৩ - ১ শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর