স্বদেশি ডরিয়েলটনকে কাছে পেয়ে রবসন রবিনহো আগের চেয়ে আরও ভয়ংকর হয়ে উঠবেন বসুন্ধরা কিংসের সমর্থকদের ধারণা ছিল। কিন্তু পেশাদার লিগে টানা ছয় ম্যাচে জয় পেলেও রবসনকে ঠিক চেনারূপে দেখা যাচ্ছিল না। ম্লান বললেও ভুল হবে না। শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান এ ফুটবলার নিজেকে ভালোভাবেই চেনালেন। মূলত তার ম্যাজিকেই শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে টানা সাত ম্যাচেই জয় পেল ফুটবল কিং বসুন্ধরা কিংস। গতকাল কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে কিংস ৩-১ গোলে শেখ রাসেলকে পরাজিত করেছে। এ জয়ে সাত ম্যাচে পূর্ণ ২১ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে আরও এগিয়ে গেল।
আগের ছয় ম্যাচে জিতলেও এবারে লিগে মূলত গতকালই বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল। কিংস অ্যারিনা দুই ক্লাবেরই হোম ভেন্যু হলেও গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস আতিথেয়তা দিয়েছিল শেখ রাসেলকে। কিংস অ্যারিনায় আবারও হারল শেখ রাসেল। শুরুতে তারা পুলিশের কাছে হেরে যায়। তবে কিংসের বিপক্ষে শেখ রাসেল উজার করে খেলে। প্রথমার্ধে কিংস বেশি ভাগ বল নিয়ন্ত্রণে রাখলেও শেখ রাসেলও জ্বলে উঠেছিল।
কঠিন চ্যালেঞ্জে পড়লেও দ্বিতীয়ার্ধে বসুন্ধরা কিংস অপ্রতিরোধ্য হয়ে উঠে। বিশেষ করে অধিনায়ক রবসনের নৈপুণ্যে রাসেলের রক্ষণভাগ কেঁপে উঠে। কিংসের ঝটিকা আক্রমণই বলে দিচ্ছিল যেকোনো সময় তারা গোল পেয়ে যাবে। রাকিব যথেষ্ট পরিশ্রম করে খেলেছেন। ডরিয়েলটন সক্রিয় থাকলে গোল পেয়ে যেত। কিন্তু কিংস লিড নেয় পেনাল্টি থেকে। ৬৫ মিনিটে রবসন বল নিয়ে ডি বক্সে ঢুকে গেলে তাকে ফাউল করেন মনির আলম। পেনাল্টির বাঁশি বাজান রেফারি নাসির উদ্দিন। রবসন প্রতিপক্ষের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করে দলকে এগিয়ে রাখেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গফুরভ।
রাসেলের উজবেক ডিফেন্ডার তিমুরতালিপভের ভুল পাসে বল পেয়ে যান আসরর গফুরভ। একজনকে কাটিয়ে গ্যাপ তৈরি করে বাম পায়ে মাপা শটে তিনি জালে বল পাঠান (২-০)। দুই মিনিট পর শেখ রাসেলের এমফন উদো ব্যবধান কমালেও লাভ হয়নি। ইনজুরি টাইমে চমৎকার ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোল (৩-১) করে জয় নিশ্চিত করেন রবসন। লাকি সেভেনে কিংসের ভান্ডারে ২১ পয়েন্ট জমা পড়লেও ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেখ রাসেল। ৩ ফেব্রুয়ারি কুমিল্লায় কিংস পরবর্তী ম্যাচ খেলবে ঢাকা মোহামেডানের বিপক্ষে।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
বড় বাধা টপকাল কিংস
বসুন্ধরা কিংস ৩ - ১ শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর