মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফাইনালের অপেক্ষায় বাংলাদেশ প্রতিপক্ষ ভুটান

ক্রীড়া প্রতিবেদক

টানা দুই ম্যাচ হেরে ভুটানের ফাইনালের আশা শেষ হয়ে গেছে। নেপাল, ভারত ও স্বাগতিক বাংলাদেশের ভাগ্য ঝুলে আছে। তবে সাফ নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনা বেশি। বলা যায় ফাইনালে কে প্রতিপক্ষ সেটারই অপেক্ষা করছে শামসুন্নাহার, আকলিমা খাতুনরা। কে আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের বিপক্ষে। বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশের জয় নিশ্চিতই বলা যায়। জিতলে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শামসুন্নাহাররা ফাইনালে জায়গা করে নেবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। তার আগে কমলাপুর শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারত ও নেপাল লড়বে।

ফাইনালে যেতে হলে নেপালের জয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ভারতের ড্র করলেই চলবে। ভারত দুই ম্যাচে ৪ ও নেপালের সংগ্রহ ৩। আবার দুর্ভাগ্যক্রমে যদি ভুটানের কাছে বাংলাদেশ হেরে যায় তাহলে চিত্রটা আবার পাল্টে যাবে। অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে একবার ড্র ছাড়া নারী ফুটবলে বাকি সব আসরে বাংলাদেশের কাছে ভুটান হেরেছে। গত সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৮-০ গোলে জয় পেয়েছিল। এবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারত ১২-০ ও নেপালের কাছে ৪-০ গোলে হার মানে ভুটান। সেক্ষেত্রে বাংলাদেশও বড় ব্যবধানে জিতবে সে আশা করা যেতে পারে। তবে অধিনায়ক শামসুন্নাহার প্রতিপক্ষ ভুটানকে দুর্বল ভাবছেন না। তার কথা কেউতো আর হারতে মাঠে নামে না। বিদায়ী ম্যাচে ভুটান জ্বলে ওঠার চেষ্টা করবে। তাই আমাদের সেরাটাই দিতে হবে।

 

সর্বশেষ খবর