রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

এবার লায়নের আঘাত

ক্রীড়া ডেস্ক

এবার লায়নের আঘাত

স্পিনারদের ঘূর্ণিতে নাগপুরে তিন দিনেই টেস্ট জিতেছিল ভারত। দিল্লির উইকেটও স্পিনসহায়ক। রবিচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে ২৬২ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। সফরকারীরা জবাব দেয় অফ স্পিনার নাথান লায়নের স্পিন ভেলকিতে। লিওনের স্পিনে ১ রান আগে ২৬১ রানে অলআউট হয় ভারত। ১ রানে এগিয়ে থেকে সফরকারী অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষ করেছে ১ উইকেটে ৬১ রান তুলে। হাতে ৯ উইকেট নিয়ে আজ ৬২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে অস্ট্রেলিয়া। লায়ন ক্যারিয়ারে ২২ বারের মতো নেন ৫ উইকেট। তাকে সহায়তা করেন আরেক স্পিনার মার্ফি। তিনিও নিয়েছেন ২ উইকেট। আগের দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলতে নেমে লিওন ও মার্ফির ঘূর্ণিতে একসময় ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। পরে ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায়। সেখান থেকে অক্ষর প্যাটেল ও অশ্বিন জুটি বেঁধে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। অষ্টম উইকেট জুটিতে ১১৪ রান যোগ করেন দুজনে। প্যাটেল ৭৪ রানের লড়াকু ইনিংস খেলেন ১১৫ বলে ৯ চার ও ৩ ছক্কায়। অশ্বিন ৩৭ রান করেন ৭১ বলে ৫ চারে। তবে নিজের স্পেশাল টেস্টে পুরোপুরি ব্যর্থ হয়েছেন চেতেশ্বর পূজারা। ক্যারিয়ারের শততম টেস্টে শূন্য রানে ফিরেছেন সাজঘরে।

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : প্রথম ইনিংস ২৬৩ ও দ্বিতীয় ইনিংস ৬১/১, ১২ ওভার (উসমান খাজা ৬, ট্রাভিস হেড ৩৯*, মারনাশ লাবুশেন ১৬*। রবিচন্দন অশ্বিন ৬-১-২৬-০, মোহাম্মদ সামি ২-০-১০-০, রবীন্দ্র জাদেজা ৩-০-২৩-১, অক্ষর ১-০-২-০)।

ভারত : প্রথম ইনিংস ২৬২/১০, ৮৩.৩ ওভার (রোহিত শর্মা ৩২, লোকেশ রাহুল ১৭, চেতেশ্বর পূজারা ০, বিরাট কোহলি ৪৪, আইয়াশ শ্রেয়াস ৪, রবীন্দ্র জাদেজা ২৬, শ্রীকর ভারত ৬, অক্ষর ৭৪, অশ্বিন ৩৭, সামি ২, সিরাজ ১*; কামিন্স ১৩-২-৪১-১, কুনেমান ২১.৩-৪-৭২-২, লায়ন ২৯-৫-৬৭-৫, মার্ফি ১৮-২-৫৩-২, হেড ২-০-১০-০)।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর