শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা

রনির মানসিকতা দেখেই মুগ্ধ হাতুরাসিংহে

ক্রীড়া প্রতিবেদক

রনির মানসিকতা দেখেই মুগ্ধ হাতুরাসিংহে

খেলোয়াড়দের শরীরী ভাষা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের কোচ চন্ডিকা হাতুরাসিংহের কাছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০তে রনি তালুকদারের ২১ রানের ছোট্ট একটি ইনিংস দেখেই তাকে ওয়ানডের দলের জন্য বিবেচনায় এনেছেন কোচ। হাতুরাসিংহে বলেন, ‘আমাকে সে দারুণভাবে মুগ্ধ করেছে। প্রথম টি-২০র কথা যদি মনে করেন, সে যেভাবে শুরু করেছিল, সেটিই আমাদের মোমেন্টাম এনে দিয়েছিল। তার শরীরী ভাষা দেখে এবং পরে কোচিং স্টাফ ও ক্রিকেটারদের কয়েকজনের সঙ্গে কথা বলে দেখেছি, আমাদের মানসিকতায় সবাই অবাক হয়েছে এবং শুরুটা তার মাধ্যমেই হয়েছিল।’

হাতুরাসিংহের দাবি, ‘রান আর উইকেটের চেয়ে আমি মানসিকতা বেশি দেখি। পারফরম্যান্সে ওঠা-নামা থাকেই। আমরা দেখি তার মানসিক দৃঢ়তা। ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে সেই মানসিকতা নিয়ে খেলতে পারে, সেটিই চাই।’

মাহমুদুল্লাহর জায়গায় ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন জাকির। কিন্তু  ইনুজরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। জাকিরের জায়গায় আট বছর পর ডাক পেয়েছেন রনি তালুকদার।

 

সর্বশেষ খবর