রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

সাকিব খেললেন, জিতল মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

সাকিব খেললেন, জিতল মোহামেডান

আন্তর্জাতিক ক্রিকেটে টাইট স্ক্যাজুয়াল থাকায় ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা খুবই কম ছিল সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজসহ টাইগার ক্রিকেটারদের। তারপরও জাতীয় দলের ক্রিকেটাররা খেলেছেন প্রিমিয়ার ক্রিকেটে। আগের ৫ ম্যাচে ৪টিতে হারা মোহামেডানের পক্ষে গতকাল প্রথমবার খেলতে নামেন সাকিব, মেহেদী মিরাজ, রনি তালুকদাররা। তিন তারকার উপস্থিতিতে লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান। ২২ রানে হারিয়েছে টানা ৫ ম্যাচ জেতা গত মৌসুমের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। লিগের অপরাপর খেলায় লিজেন্ড অব রূপগঞ্জ ৬ উইকেটে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে এবং প্রাইম ব্যাংক ১২৪ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্সকে। মোহামেডানের ৬ ম্যাচে এটা প্রথম জয়। টানা ৫ ম্যাচ জয়ের পর প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। টানা ৬ ম্যাচে সবার ওপরে মাশরাফির লিজেন্ড অব রূপগঞ্জ। খেলা শেষ করে আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে ঢাকায় ফেরেন সাকিব। 

আগের ৫ ম্যাচের চারটিতে হেরেছে মোহামেডান। বৃষ্টিতে ভেসে গিয়েছিল একটি। গতকাল পূর্ণ শক্তি নিয়ে খেলতে নামে ঐতিহ্যবাহী দলটি। বিকেএসপি ৪ নম্বর মাঠে প্রথমে ব্যাটিংয়ে ৭ উইকেটে ২৯০ রান করে। দলনায়ক বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস ৮৬ রানের ইনিংস খেলেন ১০১ বলে ১০ চার ও ২ ছক্কায়। আরেক ওপেনার রনি ৪৪ বলে ৩২ রান করেন ২ চার ও এক ছক্কায়। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব ও মিরাজ। দুজনেই সাজঘরে ফেরেন ব্যক্তিগত ৫ রানে। জাতীয় দল থেকে বাদ পড়া মাহমুদুল্লাহ রিয়াদ ৫১ বলে ৪৮ রান করেন ৫ চার ও ২ ছক্কায়। শেষ দিকে আরিফুল হক ৪ ছক্কায় ৩১ বলে অপরাজিত ৩৯ ও বিদেশি ক্রিকেটার জ্যাক লিন্টট ১০ বলে ২ চার ২ ছক্কায় অপরাজিত ২৪ রান করেন। ২৯১ রানের টার্গেটে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ৪৯.২ ওভারে অলআউট হয় ২৬৮ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল।

সর্বশেষ খবর