চেমসফোর্ডে দলের সঙ্গে গতকাল যোগ দিয়েছেন লিটন দাস। আজ যোগ দেওয়ার কথা ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। গতকাল বাঁ-হাতি পেসার দিল্লি থেকে আইপিএলের মাঝপথে লন্ডনের উদ্দেশে উড়াল দিয়েছেন। যোগ দেওয়ার কথা সাকিব আল হাসানেরও। টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। এর আগে দুই ভাগে ইংল্যান্ডের চেমসফোর্ডে গেছে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। এক দিনের বিশ্রাম নিয়ে গতকাল অনুশীলন শুরু করেছেন টাইগাররা। ৩ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ শুরু ৯ মে। তার আগে আগামীকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম বাহিনী। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ ৩টি যথাক্রমে ৯, ১২ ও ১৪ মে। তামিম বাহিনী বর্তমানে অবস্থান করছে চেমসফোর্ডের ডাউন হল হোটেল স্পা অ্যান্ড এস্টেটে। ১১০ একর এলাকাজুড়ে বিলাসবহুল হোটেলটি দেখতে অনেকটা দুর্গের মতো। চেমসফোর্ডে এই প্রথম খেলছে, তেমন নয়। প্রায় দুই যুগ আগে ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক হয়েছিল চেমসফোর্ডে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাইগাররা হেরেছিল ৬ উইকেটে। ওই ম্যাচটি না খেললেও স্কোয়াডে ছিলেন বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানুœ। যদিও বিশ্বকাপে বাংলাদেশের প্রথম হাফসেঞ্চুরিয়ান মিনহাজ নান্নু। আইরিশদের বিপক্ষে চেমসফোর্ডে ওয়ানডে তিনটি খেলছে বৃষ্টি এড়াতে। অঅয়ারল্যান্ডে এখন সামার। বৃষ্টিতে ম্যাচ যাতে ভেস্তে না যায়, সে জন্যই চেমসফোর্ডকে ভেন্যু করা হয়েছে। অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট। বাংলাদেশ সরাসরি খেলবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেট মহাযজ্ঞকে সামনে রেখে দল গোছাচ্ছেন কোচ চন্ডিকা হাতুরাসিংহে। টাইগারদের লঙ্কান কোচ প্রাধান্য দিচ্ছেন তরুণ ক্রিকেটারদের। তারুণ্যকে প্রাধাণ্য দিচ্ছেন বলে বাদ পড়েছেন ২০১৫ সালের বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদ। তার ফেরার কোনো সম্ভাবনাও নেই। কোচ প্রাধান্য দিচ্ছেন তরুণ তৌহিদ হৃদয়, ইয়াসির আরাফাতকে।