শিরোনাম
বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ওয়াশিংটনের হ্যাটট্রিক আবাহনীর গোল উৎসব

পিছিয়ে থেকেও মোহামেডানের জয়

ক্রীড়া প্রতিবেদক

ওয়াশিংটনের হ্যাটট্রিক আবাহনীর গোল উৎসব

চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবিজি ফেডারেশন কাপ ফুটবলে জয়ে যাত্রা করেছে। রানার্সআপ ঢাকা আবাহনী ৬-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে। অন্যদিকে চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ২-১ গোলে পরাজিত করেছে চট্টগ্রাম আবাহনীকে। পেশাদার লিগে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ১-৫ গোলে হেরে যায় মোহামেডানের কাছে। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ফেডারেশন কাপে আবাহনীর সামনে দাঁড়াতে পারেনি গোপীবাগের ঐতিহ্যবাহী দলটি। ০-৬ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। ৩ গোল করে মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেছেন আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ওয়াশিংটন ব্রান্দাওয়ে। প্রথমার্ধের ১৫ মিনিটে নাবিব নেওয়াজের গোলে আবাহনী এগিয়ে যায়। এরপরই ওয়াশিংটনের হ্যাটট্রিকের পালা। ৩১, ৭১ ও ৭৩ মিনিটে তিনি টানা ৩ গোল করেন। দলের সেন্টভিনসেন্টের ফুটবলার কর্নেলিয়াস স্টুয়ার্ট ৮৩ ও ৮৬ মিনিটে ২টি গোল করেন।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে চ্যাম্পিয়ন মোহামেডান পিছিয়ে থেকেও ২-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ১৪ মিনিটেই চট্টগ্রাম আবাহনীর আজেজ আবুলাজি গোল করলে মোহামেডান শিবির চমকে যায়। প্রথমার্ধের অতিরিক্ত তিন মিনিটের সময় জাফর ইকবাল ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে মোজাফফর ফ্রিকিকে দর্শনীয় গোল করে মোহামেডানকে জেতান।

সর্বশেষ খবর