শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

কানাডার কোচ বরখাস্ত

ক্রীড়া প্রতিবেদক

এক সপ্তাহ পর টি-২০ বিশ্বকাপ শুরু। অথচ তার আগে কানাডা তাদের হেড কোচ পুবদু দাসানায়েকেকে বরখাস্ত করেছে। শ্রীলঙ্কান এই কোচ দায়িত্ব নেওয়ার পর কানাডা প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। দাসানায়েকেকে বরখাস্ত করার কারণ, দলটির ক্রিকেটাররা কোচের ওপর অসন্তুষ্ট ছিলেন। ক্রিকেটাররা কোচের ওপর বিরক্ত হয়ে একটি চিঠি দিয়েছিল বোর্ডকে। দেশটির ক্রিকেট বোর্ড সহসভাপতি গুরদীপ ক্লেয়ার ৫৩ বছর বয়সি কোচকে দল ছাড়তে মৌখিকভাবে নির্দেশ দেন।

নতুন কোচের নাম আজকের ভিতরই জানিয়ে দেবে বোর্ড। বিশ্বকাপে কানাডার প্রথম ম্যাচ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২ জুন ডালাসে। দাসানায়েকে এর আগে নেপাল ও যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর