জুনিয়র এশিয়া নারী হকিতে বাংলাদেশ দারুণ জয় দিয়ে শুরু করেছে। গতকাল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-৪ গোলে থাইল্যান্ডকে পরাজিত করে। ম্যাচের শুরুর দিকে ইমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর গোল করেন অর্পিতা, ফাতেমা। চার গোলে পিছিয়ে থেকেও দারুণভাবে লড়াইয়ে ফিরে থাইল্যান্ড। ৪-৪ গোলে ম্যাচ দাঁড়ানোর পর বাংলাদেশ ৫৬ মিনিটে জয়সূচক গোল করলে জয় নিয়েই টার্ফ ছাড়ে। আজ দ্বিতীয় ম্যাচে হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সাত দেশের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ।