তরুণ বয়স। তারপরও এই মুহূর্তে ব্রাজিলের সেরা ফুটবলারের নাম ভিনিসিউস জুনিয়র। হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে খেলতে পারেননি। তার অনুপস্থিতি ভালোভাবেই টের পাওয়া যায়। গ্যালারিতে বসে দেখেন টাইব্রেকারে ব্রাজিলের হার। শুধু ব্রাজিলের ব্যর্থতা নয়, কোয়ার্টার ফাইনালে দলে খেলতে না পারায় সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিউস। গ্রুপ পর্বে প্যারাগুয়ে ও কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড দেখেন। তাই শেষ আটের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ছিলেন নির্ভরযোগ্য এই তারকা। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ভিনিসিউস বলেন, ‘আমি জানি আপনাদের মনের আশা পূরণ করতে পারিনি। সম্ভবত কোপার ইতিহাসে এতটা খারাপ কখনো খেলেনি ব্রাজিল।’