অ্যাঞ্জি পোস্টেকগলুকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে ব্রিটিশ মিডিয়ায় খবর রটেছে। কিছুদিন আগে ইউরো কাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছে ইংল্যান্ড। কোচ গ্যারেথ সাউথগেট টানা দুটি ইউরো কাপে দলকে ফাইনালে তুললেও চ্যাম্পিয়ন করতে পারেননি। ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি কোচের পদ ছেড়ে দিয়েছেন। এরপর থেকেই নতুন কোচের সন্ধান করছে ইংল্যান্ডের দি ফুটবল অ্যাসোসিয়েশন। বর্তমানে টটেনহ্যামের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন পোস্টেকগলু। মিডিয়ার খবর দেখে তিনি কিছুটা অবাকই হয়েছেন। তিনি বলেছেন, ‘আমার কোনো ধারণাই নেই কী ঘটছে।’ পোস্টেকগলুর সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি বলে জানালেন তিনি। টটেনহ্যামের ফুটবলারদের আগামী মৌসুমের জন্য প্রস্তুত করতেই ব্যস্ত এ কোচ। কেবল পোস্টেকগলু নন, ইংল্যান্ডের কোচ হওয়ার তালিকায় আছেন ইংল্যান্ড অনূর্ধŸ-২১ দলের কোচ লি কার্সলি, নিউক্যাসল কোচ এডি হো, সাবেক চেলসি কোচ মরিসিও পোচেত্তিনো ও গ্রাহাম পোটার এবং বায়ার্ন মিউনিখের সাবেক কোচ থমাস টুখেল।