লা লিগায় সেভাবে ছন্দে না থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় অব্যাহত বার্সেলোনার। লিগের শেষ পাঁচ ম্যাচে অপরাজিত কাতালান ক্লাবটি। অন্যদিকে মোনাকোর বিপক্ষে আর্সেনাল জয় পেলেও হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। বুধবার জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জিতেছে বার্সা। পরিবর্তিত হিসেবে নেমে জোড়া গোল করেন স্প্যানিশ ফরওয়ার্ড ফেরান তোরেস। এ জয়ে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুইয়ে উঠে এল হ্যান্সি ফ্লিকের দল। শীর্ষে আছে ইংলিশ ক্লাব লিভারপুল।
বুধবার সিগন্যাল ইদুনা পার্কে প্রথমার্ধে গোলশূন্য নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় হেনসি ফ্লিকের দল। তবে ৬০ মিনিটে গুইরাসির গোলে সমতায় ফিরলেও ৭৫ মিনিটে গোল করেন বার্সার ফেরান তোরেস। ৭৮ মিনিটে আবারও গোল করে ম্যাচ জমিয়ে তোলেন গুইরাসি। কিন্তু ৮৫ মিনিটে তোরেসের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে মোনাকোকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। অপরটি কাই হাভার্টজের। ৬ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে তিনে আছে গানাররা। অন্যদিকে জুভেন্টাসের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১১ নম্বরে উঠে এসেছে ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের ২২ নম্বরে চলে যাওয়া সিটির সামনে এখন লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা।