হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলেন তিনি। কিছুদিন হলো বাংলাদেশের লাল-সবুজের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোত এই ফুটবলার। সবকিছু ঠিক থাকলে সামনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই দেশের হয়ে খেলতে দেখা যাবে তাকে। ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের আসামের গুয়াহাটিতেই অভিষেক হতে পারে হামজা চৌধুরীর। দেশের হয়ে হামজা চৌধুরীর খেলা বাংলাদেশ ফুটবলে এক নতুন মাত্রা যোগ করেছে। দেশের ফুটবলে এক সুবাতাস বইছে। আর এই সুবাতাসকে আরও বেশি ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করে যাচ্ছে।
এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচটিতে হামজা খেলবেন কি না, বাফুফে থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে খেলার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। তাই তো বুধবার (১৫ জানুয়ারি) রাতে ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার সঙ্গে দেখা করেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ। এরপর কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার পরিবারের সঙ্গে বসে লেস্টার সিটি-ক্রিস্টাল প্যালেস ম্যাচটি দেখেন তাবিথ। ম্যাচটিতে মাঠে নামা হয়নি হামজার। ম্যাচ শেষে হামজা চৌধুরীর সঙ্গে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি। দুজনার মধ্যে কী কথা হয়েছে তারা কেউ জানাননি। তবে ইমতিয়াজ হামিদ জানান, বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে জড়াতে মুখিয়ে আছেন লেস্টারের মিডফিল্ডার হামজা। মূলত বাফুফের এই উদ্যোগ বিশ্বব্যাপী বাংলাদেশের ঐতিহ্যের ফুটবল প্রতিভাদের সঙ্গে সংযোগ করার জন্য বাফুফের প্রচেষ্টাকে শক্তিশালী করেছে। উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার কাছ থেকে এক ছাড়পত্র পান হামজা। বাংলাদেশি বংশো™ূ¢ত ফুটবলারদের জাতীয় দলের হয়ে খেলা এটিই নতুন না। এর আগে ২০১৯ সালে জামাল ভুইয়াও দেশের জার্সিতে খেলেছেন। তবে হামজাকে নিয়ে বাড়তি আগ্রহ বা আলোচনার কারণ ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষপর্যায়ে খেলেছেন, এমন কেউ আগে বাংলাদেশের হয়ে খেলেনি।