জিম্বাবুয়ে টেস্ট সিরিজ শেষ। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা এখন প্রস্তুতি নিচ্ছেন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি টি-২০ সিরিজ খেলার। সিরিজ দুটি খেলতে দেশ ছাড়ার আগে টাইগারদের বেশ কয়েকজন ক্রিকেটার আবার নিজেদের ঝালাই করে নিচ্ছেন বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে ওয়ানডে খেলে। সিলেটে গতকাল শুরু হয়েছে সফরকারী নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই সফরকারী ‘এ’ দলকে গুঁড়িয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বে ‘এ’ দল। পেসারদের আগুন বোলিংয়ে এবং ব্যাটিং নৈপুণ্যে ১৩৬ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে এগিয়ে গেছে সিরিজে। বৃষ্টিস্নাত আবহাওয়ায় টস জিতে ব্যাটিং করে সফরকারী ‘এ’ দল। কিন্তু অপরিচিত কন্ডিশনে কোনো সুবিধাই করতে পারেনি। বরং স্বাগতিক তিন পেসার খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনের গতি, বাউন্সি ও সুইং এবং বাঁ হাতি স্পিনার তানভীর ইসলামের ঘূর্ণিতে ৩৪.২ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায়। স্বাগতিক বোলাররা এতটাই বিধ্বংসী মেজাজে বোলিং করেছেন যে, সফরকারী দলের দুজন ব্যাটার মাত্র দুই অঙ্কের রান করেছেন। ওপেনার রাইস মারিয়ু ৫১ বলে ৭ চারে ৪২ ও আট নম্বরে ব্যাটিংয়ে নামা ডিন ফক্সক্রফট ৬৪ বলে ৭২ রান করেন ৬ চার ও ৪ ছক্কায়। এ ছাড়া সফরকারীদের পাঁচজন ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। ০ রান করেছেন পাঁচ ব্যাটার। শরিফুলের স্পেল ৭-০-২৭-২, ম্যাচসেরা খালেদের স্পেল ৭-২-২৭-৩, ইবাদতের স্পেল ৭.২-০-৩৫-২ এবং তানভীরের স্পেল ১০-২-৪৫-৩।
টার্গেট ১৪৮। স্বাগতিক দুই ওপেনার মোহাম্মদ নাইম ও পারভেজ হোসেন ইমন ৪ ওভারে ৩০ রানের ভিত দেন। ছন্দে থাকা ইমন ১২ বলে ৬ চারে ২৪ রান করে সাজঘরে ফেরেন। এরপর ষষ্ঠ ওভারে নাইম ফেরেন ২০ বলে ১৮ রান করে। তিন বছর পর টেস্ট দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ৩৮ রানের ইনিংসটি খেলেন ৪৫ বলে ৫ চারে। ১০৮ রানে ৩ উইকেটের পতনের পর মাইদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সোহান অবিচ্ছিন্ন থেকে ৪১ রানের জুটি গড়ে দলকে জয়ী করেন। অঙ্কন ৪২ রানে অপরাজিত ছিলেন ৬১ বলে ১ চার ও ৩ ছক্কায় এবং সোহান ২০ রানের অপরাজিত ইনিংস খেলেন একটি করে চার ও ছক্কায়।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ‘এ’ : ১৪৭/১০, ৩৪.৩ ওভার (মারিয়ু ৪২, ফক্সক্রফট ৭২)। খালেদ ৩/২৭, শরিফুল ২/২৭, ইবাদত ২/৩৫।
বাংলাদেশ ‘এ’ : ১৪৯/৩, ২৭.২ ওভার (এনামুল ৩৮, মাহিদুল ৪২*)। ক্লার্ক ২/৩০
বাংলাদেশ ‘এ’ ৭ উইকেটে জয়ী