ভারত-পাকিস্তান যুদ্ধে আতঙ্কিত দুই দেশ। তবে টুর্নামেন্টে কোনো ব্যাঘাত ঘটছে না। ভারতের অরুণাচল প্রদেশে আজই পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের। বাংলাদেশ ‘এ’ গ্রুপে তাদের প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। গ্রুপে আরেক দল ভুটান। ১১ মে তাদের সঙ্গে লড়াই। ‘বি’ গ্রুপে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। ছয় দলের আসরে বাংলাদেশ ও ভারতই ফেবারিট। দুটি দলেরই ফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে। নেপালকেও ফেলা যায় না। বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত। সেমিতে কাদের বিপক্ষে খেলবে এটাই দেখার বিষয়।
টুর্নামেন্ট এমন সময় হচ্ছে যখন ভারত ও পাকিস্তান একে অন্যের ওপর হামলা চালাচ্ছে। খেলোয়াড়দের অভিভাবকরা তাই স্বাভাবিকভাবে উদ্বিগ্ন এমন পরিস্থিতিতে ভারতে তাদের ছেলেরা কেমন আছেন? বাফুফে অবশ্য সার্বক্ষণিকই খোঁজখবর রাখছে। অরুণাচলে যুদ্ধের কোনো উত্তেজনা নেই। সবাই সুস্থ আছেন। অনুশীলন করছেন নির্ভয়ে। আয়োজকরা তার পরও সতর্ক। আলাদাভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।