দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের যুদ্ধের প্রভাব পড়েছে উপমহাদেশের ক্রীড়াঙ্গনে। এ পরিস্থিতিতে আগস্টে বাংলাদেশ-ভারত সফরও বাতিল হতে পারে। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে প্রতিবেশী ভারতের আসার কথা বাংলাদেশে। স্থগিত হয়ে যেতে সেপ্টেম্বরের এশিয়া কাপও। ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপে অংশগ্রহণে অনীহা রয়েছে ভারতের। বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপে অংশ না নিয়ে ওই সময়ে স্থগিত আইপিএলের ১৬টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অবশ্য ভারতীয় ক্রিকেট দল ৫ টেস্ট ম্যাচ সিরিজ খেলতে জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফর করবে। বাংলাদেশ সিরিজ ও এশিয়া কাপ নিয়ে দেশটির ক্রিকেট বোর্ড কঠোর অবস্থান নিয়েছে।
সূচি অনুযায়ী ১৭ ও ২০ আগস্ট মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি এবং ২৩ আগস্ট চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হওয়ার কথা। ২৬ আগস্ট চট্টগ্রামে প্রথম টি-২০ এবং শেষ দুটি টি-২০ মিরপুরে হওয়ার কথা ছিল যথাক্রমে ২৯ ও ৩১ আগস্টে।