বাংলাদেশ এশিয়া কাপ ক্রিকেট খেলছে ১৯৮৬ সাল থেকে। গত ১৫ আসরে অংশ নিলেও শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠা হয়নি টাইগারদের। সাফল্য সর্বোচ্চ তিনবার রানার্সআপ। ২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠে পাকিস্তানের কাছে হেরে যায়। কাছে এসে মাত্র ২ রানে হেরে যাওয়ার কান্নায় ভেঙে পড়েছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেনরা। সাকিবদের কান্না হৃদয় ছুঁয়েছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। ২০১৬ সালে প্রথমবার টি-২০ এশিয়া কাপের ফাইনাল খেলে। সেবারও রানার্সআপ হয় ভারতের কাছে হেরে। ২০১৮ সালে তৃতীয়বার ফাইনাল খেলে দুবাইয়ে। এবারও ভারতের কাছে হেরে রানার্সআপ। এ বছর তৃতীয়বার টি-২০ ফরম্যাটে বসছে এশিয়া কাপ ক্রিকেট। আগামী ৯ সেপ্টেম্বর শুরু টি-২০ এশিয়া কাপ। বাংলাদেশের তিন ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে। মরুরাজ্যে এবার শিরোপা জয়ের টার্গেটে খেলবে বাংলাদেশ। গতকাল অনুশীলন ছিল না লিটন বাহিনীর। সিলেটে আজ সন্ধ্যায় উড়ে যাবেন টাইগাররা। ঢাকা ছাড়ার আগে বিসিবি সভাপতি ও পরিচালকদের সঙ্গে সৌজন্যমূলক বৈঠকে বসবেন ক্রিকেটাররা। দলের মুখপাত্র হিসেবে গতকাল মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনীক। দলের টার্গেট শিরোপা জয়- বলেন জাকের, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ দলের সবাই এটা বিশ্বাস করি। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’ এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ জাকের আলি। প্রথমবার খেলবেন এশিয়া কাপে। নিজের টার্গেট নিয়ে জাকের বলেন, ‘আমি সাধারণত এত গোল সেট করি না। কারণ টি-২০ ক্রিকেটে আমার ব্যাটিংটা সার্টেন চেঞ্জ হয়ে যায়। কখনো আগে যেতে হয়, আসলে টার্গেট সেট করাটা খুব কঠিন। ওইরকমই টার্গেট থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি পাঁচে ব্যাটিং করি, একটু বড় রান করার, আর যদি সাত কিংবা ছয়ে ব্যাটিং করি, তখন কম বলে যত রান করা... এরকমই। এরচেয়ে বেশি টার্গেট করা আমার জন্য পসিবল নয়।’
শিরোনাম
- সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার করল এনসিপি
- যুক্তরাজ্যে আশ্রয় আবেদনের রেকর্ড
- উগান্ডার সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি: অর্থনৈতিক চাপ, শুল্ক ছাড় ও বিতর্কের নেপথ্য কাহিনি
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু
- দাপট পিটিয়ে মারা চক্রের
- বুড়িগঙ্গায় নারী-শিশুসহ চারজনের লাশ উদ্ধার
- বিভ্রান্ত যাত্রী ককপিটে, তারপর যা ঘটল...
- মায়ের মৃত্যু সংবাদে স্ট্রোক করে প্রাণ হারাল ছেলে
- হত্যা মামলায় কারাগারে জাবির সাবেক সহকারী প্রক্টর জনি
- হোয়াটসঅ্যাপে ‘বিয়ের দাওয়াত’ ফাঁদে দুই লাখ রুপি হারালেন সরকারি কর্মকর্তা
- সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজারকে আইনি সহায়তা
- যুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িক বন্ধ করছে ভারত
- দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সম্মত জাপান-দক্ষিণ কোরিয়া
- রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মেনন
- ঢাকায় জনদুর্ভোগ এড়াতে সমাবেশের জন্য ৯১ স্থান প্রস্তাব ডিএমপির
- নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
- সোমবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আশঙ্কা
- আবদুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক
- নাফনদী থেকে ট্রলারসহ ১২ জেলে অপহৃত, অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে
- তিন দিনের মাথায় আবারও বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:৩৪, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
শিরোপার টার্গেটে খেলবে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর