বসুন্ধরা গ্রুপকে সঙ্গে নিয়ে স্কোয়াশ বিপ্লব করার কথা জানিয়েছেন বাংলাদেশ স্কোয়াশ অ্যান্ড র্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম কামরুল ইসলাম। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটিতে স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে বসুন্ধরা গ্রুপের পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর হয়। কাল থেকে প্রথমবারের মতো স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ’।
গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবারের আসরের ট্রফি উন্মোচন করা হয়। এর আগে বসুন্ধরার সঙ্গে স্কোয়াশ ফেডারেশনের চুক্তি সম্পন্ন হয়। বসুন্ধরা গ্রুপের পক্ষে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিন করিম ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের পক্ষে সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর শেষে স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক জি এম কামরুল ইসলাম বলেন, ‘আমাদের পাশে থাকার জন্য বসুন্ধরা গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের সহায়তায় আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সুনাম বয়ে আনব। দেশের তরুণদের মেধা ও প্রতিভাকে মূল্যায়ন করার মধ্য দিয়ে আমরা ইতোমধ্যে ৪ শতাধিক খেলোয়াড় তৈরি করেছি। আসন্ন এসএ গেমসেও আমাদের প্রতিযোগীরা অংশগ্রহণ করবে। আমাদের রিসোর্স কম, তার পরও আমরা এগিয়ে যেতে চাই। এবার আমরা বসুন্ধরা গ্রুপকে সঙ্গে নিয়ে দেশে স্কোয়াশের একটা বিপ্লব করতে চাই।’ এ সময় তিনি পৃষ্ঠপোষক উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাকটিভকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মহসিন করিম বলেন, ‘এটি বাংলাদেশের ক্রীড়া জগতের বড় একটি আয়োজন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগেই মূলত এ আয়োজন। ফুটবলের মতো স্কোয়াশকেও আমরা এগিয়ে নিতে চাই। সে লক্ষ্যেই চুক্তিটি হয়েছে।’
ভারতীয় উপমহাদেশে স্কোয়াশের একটা ঐতিহ্য আছে। সময়ের আবর্তনে তা হারিয়ে যাচ্ছে। সেই হারানো ঐতিহ্যকে ফেরাতেই এগিয়ে এসেছে বাংলাদেশের সর্ববৃহৎ শিল্প গ্রুপ বসুন্ধরা। দেশের ক্রীড়াবিদদের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভূমিকা রাখতে আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সঙ্গে চুক্তি করেছে বসুন্ধরা গ্রুপ। এ চুক্তির মধ্য দিয়ে স্কোয়াশ তাদের খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রস্তুত করার সুযোগ পাবে। যেখানে বসুন্ধরা স্পোর্টস সিটির সব সুযোগ-সুবিধা পাবে তারা। সেই লক্ষ্যেই বসুন্ধরা স্পোর্টস সিটির সহায়তায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে ‘পঞ্চম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাকটিভের পৃষ্ঠপোষকতায় এবারের আসরের রাউন্ড রবিন লিগ ভিত্তিতে চূড়ান্ত পর্বের খেলা আয়োজন করা হবে। বসুন্ধরা স্পোর্টস সিটির পাশাপাশি ইনডিপেনডেন্স বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, শাহীন কলেজ ও আর্মি অফিসার্স মেসে প্রতিযোগিতা করবেন খেলোয়াড়রা।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপী আঞ্চলিক পর্বে ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জনের অধিক প্রতিযোগী এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে বিজয়ী ও নির্বাচিত ৮০ জন প্রতিযোগী নিয়ে ৯টি গ্রুপে শিরোপার চূড়ান্ত লড়াই শুরু হবে কাল থেকে। চূড়ান্ত পর্বের গ্রুপগুলো হলো- উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার এবং ১১ বছরের কম, ১২-১৩ বছর, ১৪-১৫ বছরের ছেলে ও মেয়েদের পৃথক গ্রুপ।