আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফিবি লিচফিল্ডের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। গতকাল নাভি মুম্বাইয়ে এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ৩৩৮ রান করে রেকর্ড ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ৯৩ বলে ১১৯ রান করেন অসি ওপেনার লিচফিল্ড। ৩ ছক্কা ও ১৭ চারে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির ইনিংসটি সাজান বাঁ-হাতি এই ব্যাটার। ৪৫ বলে হাফ-সেঞ্চুরির পর ৭৭ বলে পৌঁছে যান তিন অঙ্কের রানে। ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো তিন অঙ্কের রানের দেখা পেলেন এই ২২ বছর বয়সি ব্যাটার। এ ছাড়া নকআউট ম্যাচে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও সেঞ্চুরির রেকর্ড গড়লেন লিচফিল্ড। ৭ ম্যাচে ৩০৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চারে। লিগ পর্বে ভারতের বিপক্ষে সেঞ্চুরির ইনিংস খেললেও গতকাল মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক হিলি। এ ছাড়া ম্যাচে এলিচ পেরি ৮৮ বলে ৭৭ ও গার্ডনার ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। স্বাগতিক ভারতের হয়ে ২টি করে উইকেট নেন শ্রী ছারানি ও দীপ্তি শার্মা। ক্রান্তি, আমানজুত ও রাধা নেন একটি করে। লিগ পর্বের ম্যাচে ভারতকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যালিসা হিলির সেঞ্চুরিতে ভারতের ৩৩০ রান টপকে গিয়েছিল অসি মেয়েরা। রেকর্ড ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নরা জিতেছিল ৩ উইকেটে। ম্যাচে ১৪২ রানের ইনিংস খেলেছিলেন হিলি। গতকাল আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও ভারত।
অন্যদিকে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। গতকালের ম্যাচে জয়ী দল ২ নভেম্বর মুম্বাইয়ের এস পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলবে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        