নতুন বছরের প্রথম দিনেই টটেনহামের কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে এ হার স্বীকার করল।
খেলার ৩৪ মিনিটে টোগোর তারকা স্ট্রাইকার ইমানুয়েল আদেবায়োরের গোলে পিছিয়ে পড়ার পর অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। বরং ৬৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনের গোল ২-০ ব্যবধানে এগিয়ে দেয় ‘স্পার্স’ নামে পরিচিত টটেনহামকে।
তবে পরের মিনিটেই ইংলিশ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেকের লক্ষ্যভেদ জমিয়ে তোলে লড়াই। কিন্তু শেষ পর্যন্ত হারের বেদনায় পুড়তে হলো ‘রেড ডেভিল’ নামে পরিচিত ম্যান ইউকে।
উল্লেখ্য, এই জয়ের সুবাদে ম্যান ইউকে পেছনে ফেলে লিগের ষষ্ঠ স্থানে উঠে এসেছে টটেনহাম।