পেশাদার ফুটবল লিগে জয় দিয়ে সূচনা করেছে টিম বিজেএমসি। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে তারা ফেনী সকার ক্লাবকে পরাজিত করে। প্রথমার্ধে গোল শূন্য থাকলেও ৪৭ মিনিটে সজিব গোল করে বিজেএমসিকে এগিয়ে রাখেন। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিং। ম্যাচ শেষ হওয়ার এক মিনিট পূর্বে ফেনীর পক্ষে ব্যবধান কমান ওকালাউন। উল্লেখ্য, গত লিগে বিজেএমসির অবস্থান ছিল চার।