ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে সুখের খবরটি ১ মে পেয়েছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার নেতৃত্বে গত পাঁচ বছরের মধ্যে প্রথম বারের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। ২০০৯ সালের আগস্টে টেস্টের সাম্রাজ্য হারিয়ে ছিল তারা। আবার তা ফিরে পেল অস্ট্রেলিয়া। সাম্প্রতিক চোখ ধাঁধানো পারফরম্যান্সে অসিরা দক্ষিণ আফ্রিকাকে টপকে টেস্টের এক নম্বর আসনটি দখল করে নিল। ওয়ানডেতেও শীর্ষস্থানে অসিরা। টি-২০তে শীর্ষে রয়েছে ভারত। সবশেষ ২০০৮ সালের ডিসেম্বরে এক সঙ্গে ওয়ানডে ও টেস্টে শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ টেস্টের দশম স্থানেই রয়েছে। মুশফিকদের যে চ্যালেঞ্জ কাপ খেলতে হবে এটা অনেকটা পরিষ্কার। ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে টেস্টের ১০ নম্বর দলের হোম এবং অ্যাওয়ে দুটি টেস্ট সিরিজ হবে। ওই সিরিজে ১০ নম্বর টেস্ট খেলুড়ে দল হারলেও কোনো অবনমন হবে না। তবে সহযোগী দেশটি বিজয়ী হলে তারা চার বছর টেস্ট খেলার সুযোগ পাবে।
এদিকে ছয় বছর পর একসঙ্গে টেস্ট ও ওয়ানডের শীর্ষে ওঠায় অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 'গত দুই বছর আমরা সত্যি অনেক ভালো ক্রিকেট খেলেছি। এটি হচ্ছে তারই ফল। অনেকে হয়তো মনে করতে পারেন আমার ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে সন্তুষ্টির দিন। কিন্তু আমি সেভাবে ভাবছি না। তবে যখন ভাবি দুই বছর আগেও আমরা কোথায় ছিলাম, আর এখন কোথায়? যখন এটা ভাবি তখন খুবই ভালো লাগে। ভারত থেকে আমরা যখন সিরিজ হেরে ফিরি তখন আমাদের অবস্থান ছিল ৫ নম্বরে। তারপর অনেক কষ্ট করতে হয়েছে