বিশ্বকাপ শুরু হতে বাকি ৫ দিন। 'দ্য গ্রেট অব শো আর্থ'র উত্তাপ দিনকে দিন বেড়েই চলেছে। এ উত্তাপ শুধু ব্রাজিলকে ঘিরেই নয়, মোহাচ্ছন্ন করে রেখেছে পুরো বিশ্বকে। এশিয়ার বৃহত্তম দেশ চীন বিশ্বকাপে খেলছে না ঠিকই_ কিন্তু এ ফুটবল মহাযজ্ঞের ঢেউ আচড়ে পড়েছে শত কোটির দেশটিতে। দেশটির প্রাদেশিক শহর সোঝুর একটি শপিং সেন্টারে বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাকে কেন্দ্র করে আয়োজন করেছে একটি প্রদর্শনীর -এএফপি