ফরাসি ওপেনের ফাইনালে মুখোমুখি হবে রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। শুক্রবার ক্লে কোর্টের রাজা নাদাল সেমিফাইনাল ম্যাচে অ্যান্ডি মারেকে ৬-৩,৬-২,৬-১ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। নাদাল ৯ম ফরাসি ওপেন শিরোপা জয়ের পথে রয়েছেন। অপর দিকে জকোভিচ লাটভিয়ার আরনেস্ট গুলবিসকে ৬-৩,৬-৩,৩-৬,৬-৩ গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন।
নাদাল ৮ বার ফরাসি ওপেন শিরোপা জিতলেও জকোভিচ এখনও ক্লে কোর্টে সফল হননি। সার্বিয়ার এই তারকা জকোভিচও শিরোপার কাছে চলে এসেছেন।
নাদাল সফল হলে এটি হবে তার ১৪তম গ্র্যান্ড স্লাম। তবে স্প্যানিশ তারকা নাদালকে জকোভিচের বাধা অতিক্রম করতে হবে।