'বিশ্বকাপ খেলার স্বপ্ন আমাদেরও আছে। কিন্তু কখনোই আমাদের লক্ষ্য ঠিক করা হয়নি। আমাদের অর্থের অভাব রয়েছে। বর্তমানে নতুন কমিটি নির্বাচিত হওয়ায় ফুটবল অনেক এগিয়েছে। কিন্তু আজ থেকে আট বছর আগেই আমাদের স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া দরকার ছিল। তাহলে আজ আমরা বিশ্বকাপ না হলেও অন্তত এশিয়া কাপে খেলতাম।' আজ শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম এ কথা বলেন।
ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারের কনফারেন্স রুমে গোলটেবিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, চিত্রতারকা ফারুক, জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দীন আহমেদ চুন্নু, কায়সার হামিদ, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, সঙ্গীত তারকা শুভ্রদেব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ প্রমূখ।