পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার শোয়েব আকতার অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। জানা গেছে, ৩৯ বছরের পাকিস্তানি পেসার নিজের থেকে ২২ বছরের ছোট এক মেয়েকে বিয়ে করছেন।
শোয়েব আকতারের পরিবার রাওয়ালপিন্ডির মুশতাক খান নামক এক ব্যবসায়ীর সহায়তায় পাক পেসারের বিয়ের এই তোড়জোড় শুরু করেছে। যখন পাত্র শোয়েব আকতারকে ১৭ বছরের বালিকা রুবাবকে পাত্রী হিসেবে দেখানো হয়েছে। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
তাছাড়া ওই পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ক্রিকেট নিরাসক্ত রুবাবা চলতি বছরে অ্যাবোটাবাদ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ওই প্রতিবেদনে আরও জানানো হয়, শোয়েব ও রুবাবা জুটির মেহেদি উৎসবের জন্য ১৯ জুনকে বেছে নেয়া হয়েছিল।