ক্রিকেটের এক-চতুর্থাংশ টাকা দিয়ে দেখেন, আমি নিশ্চিত আগামী ২০২২ সালে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। বাংলাদেশই বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিত্ব করবে। আজ শনিবার বাংলাদেশ প্রতিদিন আয়োজিত 'বিশ্বকাপে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল বৈঠকে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দীন আহমেদ চুন্নু এ কথা বলেন।
ইস্ট-ওয়েস্ট মিডিয়া সেন্টারের কনফারেন্স রুমে গোলটেবিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন'র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। সকাল ১১টায় বৈঠকটি শুরু হয়েছে।
বাংলাদেশ প্রতিদিন'র সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ব্যবসায়ী নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, বিপ্লব ভট্টাচার্য, জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, চিত্রনায়ক ফারুক, সঙ্গীত তারকা শুভ্রদেব, আসিফ আকবর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ, জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম প্রমূখ।
চুন্নু বলেন, আমাদের ফুলবল নিয়ে সেইভাবে কোন পরিকল্পনা নেই। বাজেট নেই। পর্যাপ্ত লীগ হয় না। আমাদের অনেক খেলোয়াড় থাকতেও বিদেশ থেকে খেলোয়াড় এনে লীগে খেলানো হয়। তারা এসে টাকাও নিয়ে যায় অথচ এতে আমাদের ফুটবলের কোন লাভ হয় না। এটা আইন করে বন্ধ করা দরকার। না হলে আমাদের ফুটবলের উন্নতি দূরের কথা আরও ক্ষতি হবে। তিনি বলেন, বিশ্বকাপ নিয়ে বাংলাদেশেও ফুটবল উন্মাদনা তৈরি হয়েছে। এতেই প্রমাণ হয় বাংলাদেশের মানুষ এখনও ফুটবলকেই ভালবাসে।